শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৩:৩৬ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে গত বছর ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’র নতুন সংস্করণ উন্মোচনের পরিকল্পনা করেছিল অ্যাপল। নতুন সংস্করণটি চালু হলে সিরির বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় কার্যক্ষমতা আরও বাড়ত, যা আইফোন ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপের সঙ্গে আরও সহজে কাজ করার সুযোগ দিত। তবে উন্নয়নকাজ সম্পন্ন করতে না পারায় ২০২৬ সালের আগে এটি বাজারে আনা সম্ভব হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের মুখপাত্র জ্যাকলিন রয় জানিয়েছেন, ‘নতুন ফিচারগুলো বাস্তবায়নে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। আশা করছি, আগামী বছর এগুলো ধাপে ধাপে উন্মুক্ত করা সম্ভব হবে।’ এর আগে, ২১ ফেব্রুয়ারি অ্যাপল ঘোষণা দিয়েছিল যে, কয়েক মাসের মধ্যে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সিস্টেমে আরও উন্নত ফিচার যুক্ত করা হবে, যার মধ্যে নতুন সিরিও থাকবে।

সিরির নতুন সংস্করণ উন্মোচনের সময় পিছিয়ে যাওয়ায় অ্যাপল প্রতিযোগিতায় চাপে পড়তে পারে, কারণ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান একের পর এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্মোচন করছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, সম্প্রতি উন্মুক্ত করা জিপিটি-৪.৫ মডেলটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল। অন্যদিকে, অ্যামাজনও তাদের সহকারী অ্যালেক্সার নতুন সংস্করণ আনার ঘোষণা দিয়েছে, যদিও সেটি এখনও বাজারে আসেনি। গুগলও তাদের এআই সহকারী ‘জেমিনি’ আরও উন্নত করার কাজ করছে। ফলে অ্যাপলের উন্নয়ন বিলম্ব হওয়ায় আইফোন ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা গ্রহণে পিছিয়ে পড়তে পারেন।

গত বছরের অক্টোবর মাসে আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের জন্য ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করেছিল অ্যাপল। এটি মেশিন লার্নিং ব্যবহার করে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজতর করে এবং তাদের ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সহায়তা প্রদান করে। সূত্র: নিউজ ১৮

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়