শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মেটা থেকে ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এআই এবং দক্ষতার ভিত্তিতে প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের শাখাগুলো থেকে অদক্ষ কর্মীদের চাকরি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় নিউ ইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, দক্ষতার বিচারের শিগগিরই বেশ কিছু কর্মী ছাঁটাই করা হবে। গত শুক্রবার মেটা কর্মীদের এমন সিদ্ধান্তের ব্যাপারে সতর্ক করে নোটিশ পাঠায়।

মেটা জানিয়েছে, প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করা হবে, যা তাদের মোট কর্মী সংখ্যার পাঁচ শতাংশের সমান। এই পদক্ষেপের কারণে ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইউরোপ, এশিয়া ও আফ্রিকাসহ ১২টি দেশের কর্মীরা চাকরি হারানোর প্রজ্ঞাপন পাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের কর্মীরা এই ছাঁটাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হবেন না।

মেটার সিইও মার্ক জাকারবার্গ জানুয়ারিতে তার কর্মীদের উদ্দেশে এক বার্তায় বলেছিলেন, ‘দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের রাখা হবে। অদক্ষ কর্মীদের জন্য এখানে কোনো সুযোগ নেই। ভবিষ্যত পরিচালনায় অভিজ্ঞ কর্মীদের প্রাধান্য দেওয়া হবে।’ তিনি আরও জানান, ছাঁটাই হওয়া কর্মীরা নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন।

মেটার মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেনেল গেইল জানিয়েছেন, ছাঁটাই হওয়া কর্মীরা ইমেইলের মাধ্যমে তাদের চাকরি হারানোর ব্যাপারে অবগত হবেন। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়