শিরোনাম
◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৫, ০১:০১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সারের ফেসবুক আইডি হ্যাকড, সমন্বয়কদের ডিসঅ্যাবলড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কের ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও সার্চ করে পাওয়া যাচ্ছে না। আজ বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের আইডি সার্চ দিয়ে পাওয়া যায়নি। আসিফের পেজ সক্রিয় পাওয়া গেছে।

তাঁদের কারও আইডি হ্যাকড হয়নি বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটি বিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ। তবে কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের আইডি হ্যাক হওয়ার কথা জানিয়েছেন। যদিও তাঁদের নাম তিনি জানাননি।

খোঁজ নিয়ে জানা গেছে, অনলাইন অ্যাকটিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমসহ অনেকের আইডি হ্যাকড হয়েছে।

উপদেষ্টা নাহিদের পরামর্শক ফাইজ তাইয়্যেব আহমেদ তাঁর ফেসবুক আইডিতে আজ বুধবার রাত ৯টার দিকে এক স্ট্যাটাসে বলেন, ‘যেসব আইডি ডাউন করা হয়েছে সেগুলোর লিংক দিন।’ তাঁর স্ট্যাটাসের নিচে শতাধিক কমেন্টে গণঅভুত্থানে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি ও পেজ হ্যাক হওয়ার তথ্য দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটি বিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। পাঁচটির মতো আইডি পেয়েছি, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং পরিচিত অ্যাক্টিভিস্ট। আমরা মেটাকে (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) বিষয়টা তদন্ত করতে বলেছি।’

সমন্বয়কদের আইডির সঙ্গে এ বিষয়টির সম্পর্ক নেই উল্লেখ করে ফাইজ তাইয়েব বলেন, ‘যাদের আইডিতে আক্রমণ হয়েছে তাঁরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বেশ পরিচিত অ্যাক্টিভিস্ট। মেটাকে আমরা তথ্য প্রমাণসহ ই–মেইল দিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত ও ব্যবস্থা নেওয়া এবং কয়েকটি আইডি যার লিংক আমরা জোগাড় করতে পেরেছি, সেগুলো ফেরত দিতে বলেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়