শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০১:০০ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক্সে যুক্ত হতে পারে ডিজলাইক বাটন

প্রীতিলতা: [২] এক্সে (সাবেক টুইটার) অন্যদের দেওয়া পোস্ট ও মন্তব্য ভালো না লাগলে ডিজলাইক দেওয়ার সুযোগ চালু হতে যাচ্ছে। এ জন্য নতুন একটি বাটন যুক্ত করতে কাজ করছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইটটি। এ সুবিধা চালু হলে সহজেই এক্স প্ল্যাটফর্মের অপছন্দের পোস্টগুলোতে ডিজলাইক দিতে পারবেন ব্যবহারকারীরা। ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করার পরপরই ডিজলাইক বাটন যুক্ত করার পরীক্ষা করেছিলেন। সূত্র: প্রথম আলো

[৩] গত মাসে অ্যাপ গবেষক অ্যারন প্যারিস এক্সে দেওয়া এক পোস্টে জানান, এক্সের আইওএস অ্যাপের কোডে অপছন্দের পোস্টে ডিজলাইক দেওয়ার সুযোগ চালুর প্রমাণ পাওয়া গেছে। নতুন এ সুবিধা চালু হলে এক্সের কোনো পোস্ট বা মন্তব্য অপছন্দ হলে ‘ব্রোকেন হার্ট’ ইমোতে ট্যাপ করতে পারবেন ব্যবহারকারীরা। আর এই ব্রোকেন হার্ট ইমো এখনকার হার্ট ইমোর পাশেই থাকবে। একটি নমুনা ছবিও যুক্ত করেছেন প্যারিস। সেখানে দেখা যায়, কোনো পোস্টে ডিজলাইক দিলে একটি নোটিফিকেশন প্রদর্শিত হয়। সেখানে ডিজলাইক করার বিষয়টি নিশ্চিত করতে ব্যবহারকারীর সম্মতি জানতে চাওয়া হয়।

[৪] সম্প্রতি পি৪এমইউআই নামের একটি অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, পোস্টের নিচের দিকে ব্রোকেন হার্ট ইমোতে ট্যাপ করলেই সেটি ডিজলাইক হিসেবে গণনা হচ্ছে এক্সে। তবে ডিজলাইক বাটনটি শুধু পোস্টের জন্য নাকি মন্তব্যের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

[৫] এক্সের আইওএস অ্যাপের কোডে ডিজলাইক বাটন যুক্তের কার্যক্রম শনাক্ত হওয়ায় এ সুবিধা প্রাথমিকভাবে শুধু আইফোনে ব্যবহার করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যান্ড্রয়েডে ডিজলাইক বাটন যুক্ত করা হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। সম্পাদনা: শামীম হাসান

পিএল/এসএইচ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়