শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ছাগলের জন্যও ট্রেনের টিকিট কিনেছেন এক নারী

রাশিদুল ইসলাম: [২] একজন মানুষের সরলতা ও সততার দৃষ্টান্ত কেমন হতে পারে, সেই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। বুধবার সকালে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটারে) পোস্ট করেছেন ভারতের ২০০৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অবণীশ শরণ। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সবাই ওই নারীর সততা ও সরলতার প্রশংসা করছেন।

[৩] ভিডিওতে দেখা যায়, খেটে খাওয়া শরীরের একজন নারী একটি ছাগল নিয়ে চলন্ত ট্রেনের বগির এক প্রান্তে দাঁড়িয়ে আছেন। এ সময় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) ওই নারীর কাছে জানতে চান, তিনি ট্রেনের টিকিট কেটেছেন কি না। এ সময় পাশ থেকে একজন ওই নারীর টিকিট টিটিইর হাতে তুলে দেন। এ সময় টিটিই টিকিটের বিস্তারিত তথ্যে চোখ বোলান এবং (আশ্চর্য হয়ে) জিজ্ঞেস করেন, ‘আপনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন?’ জবাবে ওই নারী মন ভোলানো হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তিনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন।

[৪] ভিডিওর কথোপকথন থেকে বোঝা যায়, ওই নারী বাংলা ভাষাভাষী। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। অবণীশ শরণের পোস্ট করা ওই ভিডিও এক্স হ্যান্ডলে গতকাল সন্ধ্যা পর্যন্ত সোয়া লাখ মানুষ দেখেছেন। এ সময়ের মধ্যে ওই পোস্টে লাইক পড়েছে ৪ হাজারের মতো ও পোস্টটি রিপোস্ট করছেন প্রায় ৬০০ ব্যবহারকারী।

[৫] এ ঘটনায় এক ব্যক্তি মন্তব্য করেছেন, ওই নারীর হাসিই সবকিছু বলে দেয়। আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেন, তিনি কতই না সৎ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়