শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০২:০২ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর গালে মশার কামড়, অতঃপর...

সার্জারি

ইমরুল শাহেদ: রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির রাজধানী মস্কোতে মশা কামড়ানোর কয়েক মাস পর এক নারীর গাল থেকে ১২ সেন্টিমিটার লম্বা কৃমি বের করা হয়েছে। যে সার্জন কাজটি করেছেন, তিনি বলেছেন তার ক্যারিয়ারের ১০ বছরে এই প্রথম এ ধরনের কোনো ঘটনা পেলেন তিনি। আরটি

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, ৫১ বছর বয়স্ক ওই নারী তার গালে টিউমারের মতো অংশ নিয়ে মস্কোর কাছাকাছি লিউবার্টসি শহরে একটি হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা সন্দেহ করেন তার গালে টিউমার হয়েছে। সেই সঙ্গে তারা এটি ফেলে দেয়ার সিদ্ধান্ত নেন।

ওই হাসপাতালের ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের প্রধান সের্গেই গ্রেভতসেভ বলেন, ‘লোকাল এনেস্থেশিয়া দিয়ে আমরা ওই নারীর টিউমারসদৃশ্য গালের ওই অংশটি কেটে ফেলি। কিন্তু তারপর যা হয়, তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না।’

তিনি আরও বলেন, ‘গালের উঁচু অংশের চামড়া কেটে ভেতর থেকে প্রায় ১২ সেন্টিমিটার লম্বা কৃমির মতো দেখতে কীট বের করেছি।’

গ্রেভতসেভ বলেন, ‘কৃমির মতো বস্তু থাকার কারণে ওই নারীর গালে প্রদাহজনিত প্রচণ্ড ব্যথা হতো। এতে তিনি অস্থির হয়ে হাসপাতালে চিকিৎসা করতে আসেন। আমার ১০ বছরে চিকিৎসকজীবনে এমন ঘটনা কখনো দেখিনি।’

এদিকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হেলমিন্থিয়াসিসজাতীয় (কৃমিজাতীয় পরজীবী) পরজীবীতে আক্রান্ত একটি মশা ওই নারীকে কামড়ানোয় তার গালে হেলমিন্থিয়াসিস পরজীবীর স্থানান্তর ঘটে। পোষা প্রাণীও এই পরজীবী বহন করতে পারে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়