শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০২:০২ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর গালে মশার কামড়, অতঃপর...

সার্জারি

ইমরুল শাহেদ: রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির রাজধানী মস্কোতে মশা কামড়ানোর কয়েক মাস পর এক নারীর গাল থেকে ১২ সেন্টিমিটার লম্বা কৃমি বের করা হয়েছে। যে সার্জন কাজটি করেছেন, তিনি বলেছেন তার ক্যারিয়ারের ১০ বছরে এই প্রথম এ ধরনের কোনো ঘটনা পেলেন তিনি। আরটি

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, ৫১ বছর বয়স্ক ওই নারী তার গালে টিউমারের মতো অংশ নিয়ে মস্কোর কাছাকাছি লিউবার্টসি শহরে একটি হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা সন্দেহ করেন তার গালে টিউমার হয়েছে। সেই সঙ্গে তারা এটি ফেলে দেয়ার সিদ্ধান্ত নেন।

ওই হাসপাতালের ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের প্রধান সের্গেই গ্রেভতসেভ বলেন, ‘লোকাল এনেস্থেশিয়া দিয়ে আমরা ওই নারীর টিউমারসদৃশ্য গালের ওই অংশটি কেটে ফেলি। কিন্তু তারপর যা হয়, তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না।’

তিনি আরও বলেন, ‘গালের উঁচু অংশের চামড়া কেটে ভেতর থেকে প্রায় ১২ সেন্টিমিটার লম্বা কৃমির মতো দেখতে কীট বের করেছি।’

গ্রেভতসেভ বলেন, ‘কৃমির মতো বস্তু থাকার কারণে ওই নারীর গালে প্রদাহজনিত প্রচণ্ড ব্যথা হতো। এতে তিনি অস্থির হয়ে হাসপাতালে চিকিৎসা করতে আসেন। আমার ১০ বছরে চিকিৎসকজীবনে এমন ঘটনা কখনো দেখিনি।’

এদিকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হেলমিন্থিয়াসিসজাতীয় (কৃমিজাতীয় পরজীবী) পরজীবীতে আক্রান্ত একটি মশা ওই নারীকে কামড়ানোয় তার গালে হেলমিন্থিয়াসিস পরজীবীর স্থানান্তর ঘটে। পোষা প্রাণীও এই পরজীবী বহন করতে পারে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়