শিরোনাম
◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ ◈ আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি ◈ ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ ◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:৩০ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান জাতির তালিকায় শীর্ষস্থানে জাপান, বাংলাদেশের অবস্থান কত

বিশ্বজুড়ে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে জাপান। মার্কিন গবেষণা সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ১০৬ দশমিক ৪৮ আইকিউ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান জাতির তালিকায় প্রথম স্থানে রয়েছে সূর্যোদয়ের দেশটি। এদিকে বাংলাদেশিদের বুদ্ধিমত্তা বা আইকিউ নিয়ে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে নানা রসিকতা চোখে পড়ে। কিন্তু বৈজ্ঞানিক মানদণ্ডে বিশ্বের বুদ্ধিমান জাতিগুলোর তালিকায় দেশটির অবস্থান আসলে ঠিক কোথায়? ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিনের গবেষণার ওপর ভিত্তি করে তৈরি করা এই তালিকায় উঠে এসেছে বাংলাদেশিদেরও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার প্রকৃত চিত্র।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক নিচে। ৭৪ দশমিক ৩৩ গড় আইকিউ স্কোর নিয়ে বাংলাদেশ বর্তমানে ১৫০তম স্থানে রয়েছে। 

সাধারণত মানুষের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিচক্ষণতা এবং বুদ্ধিবৃত্তিক জটিলতা সমাধানের সক্ষমতাকে আইকিউ বা বুদ্ধিমাত্রা বলা হয়। বিশেষজ্ঞদের মতে, আইকিউ স্কোর ৮৫ থেকে ১১৫-এর মধ্যে থাকলে তাকে স্বাভাবিক বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষ বলা হয়। আর যদি এই স্কোর ১৬০ ছাড়িয়ে যায়, তবে সেই ব্যক্তিকে বলা হয় ‘জিনিয়াস’।

অবাক করার বিষয় হলো, আইকিউ তালিকার শীর্ষ ছয়টি স্থানই দখল করে রেখেছে এশিয়ার দেশগুলো। জাপানের ঠিক পরেই রয়েছে তাইওয়ান। ১০৬ দশমিক ৪৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি। অন্যদিকে ১০৫ দশমিক ৮৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে সিঙ্গাপুর। তালিকায় চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানও যথাক্রমে দখল করে আছে এশিয়ার দেশ হংকং, চীন এবং দক্ষিণ কোরিয়া। অন্যদিকে পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র (২৯তম) কিংবা যুক্তরাজ্য— কেউই শীর্ষ ১০-এ জায়গা করতে পারেনি।

আর এই তালিকায় সবচেয়ে নিচে অবস্থান করছে নেপাল, যাদের গড় আইকিউ মাত্র ৪২ দশমিক ৯৯।

এদিকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে কিছুটা ভালো অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশগুলো। ১৪৩তম স্থানে থাকা ভারতের গড় স্কোর ৭৬ দশমিক ৭৪ এবং ৮০ স্কোর নিয়ে পাকিস্তান রয়েছে ১২০তম অবস্থানে। এমনকি দারিদ্র্যপীড়িত আফগানিস্তানও ৮২ স্কোর নিয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে (১০৩তম) রয়েছে। এছাড়া মিয়ানমার (৯১ দশমিক ১৮), থাইল্যান্ড (৮৮ দশমিক ৮৭) এবং শ্রীলঙ্কা (৮৮ দশমিক ৬২) বুদ্ধিবৃত্তিক এই দৌড়ে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়