শিরোনাম
◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৪, ১২:১৬ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অদ্ভুত এক চোর !

একজন নারী আকস্মিকভাবে দেখলেন তার বাড়ির দরজা ভেঙে ভিতরে চোর ঢুকেছে। তার কেনাকাটা করে রাখা জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রেখেছে। খাবার রান্না  করে স্টোভের ওপর সাজানো। ১৬ই জুলাই মনমাউথশায়ারে অস্বাভাবিক এই চুরির জন্য কার্ডিফ কাউন কোর্ট বৃহস্পতিবার ২২ মাসের জেল দিয়েছে দামিয়েন উওজনিলোউইজ (৩৬)কে।

ওই বাড়ির মালিক বলেছেন, তিনি কাজ থেকে ফেরার পর বাড়ির এমন অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। দেখতে পেয়েছেন কাপড়চোপড় সব বাগানে ঝুলছে। তার রিসাইক্লিং বিন একেবারে ফাঁকা। চোরে তার উদ্দেশে একটি নোট লিখে গেছে। তাতে লিখেছে- উদ্বিগ্ন হবেন না। খুশি থাকুন। খাবার খান। 

আদালতের শুনানিতে বলা হয়েছে, পাখির খাবারের পাত্র পরিপূর্ণ করা হয়েছে। গাছের টব সরিয়ে রাখা হয়েছিল। প্যাকেট থেকে একজোড়া জুতা খুলে রাখা হয়েছিল। প্যাকেটটি রেখে দেয়া হয়েছিল রিসাইক্লিং বিনে। প্রসিকিউটর অ্যালিস সিকেস বলেছেন, ওই নারীর ঘরে থাকা জিনিসপত্র দিয়ে খাবার রান্না করে রেখেছিল।

কেনাকাটা করা জিনিসপত্র একটি ব্যাগ থেকে বের করে সাজিয়ে রাখা হয়েছিল। কিছু ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছিল।  রান্নাঘর থেকে বাসনপত্র বিনে সরিয়ে রাখা হয়েছিল। শপিং ব্যাগ থেকে নতুনগুলো বের করে সাজিয়ে রাখা হয়েছিল। নতুন টুথব্রাশ রাখা হয়েছিল। ওয়াইনের একটি খালি বোতল রাখা হয়েছিল খালি বোতল রাখার একটি র‌্যাকে। মেঝে ঝাড়ু দিয়ে রাখা হয়েছিল। বাড়ির মালিক দেখতে পেয়েছেন একটি ওয়াইনের লাল বোতল রাখা হয়েছে একটি গ্লাস ও বোতল ওপেনারের কাছে। লিভিংরুমের টেবিলে সাজিয়ে রাখা হয়েছে এক গামলা মিষ্টি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়