শিরোনাম
◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি?

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০৩:১৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানিতে টইটুম্বর বুডিগঙ্গা নদীতে চলছে না লঞ্চ-জাহাজ

ভিন্ন এক রূপে ধরা দিয়েছে চিরচেনা বুড়িগঙ্গা নদী। দুদিনের ছুটিতে প্রাণচাঞ্চল্য হারিয়ে বুড়িগঙ্গা পাড়ে এখন শুধুই শূন্যতা। নেই যাত্রীদের পদচারণা, কোনো হাঁকডাক। আগের থেকে অনেকটা টলমলে পানিতে গোসলে নেমেছেন বিভিন্ন বয়সের মানুষ। দেখা দিয়েছে ভিন্ন এক সৌন্দর্য। সূত্র : সময়টিভি

ঢাকার বুকে প্রাণচাঞ্চল্যে বয়ে চলা বুড়িগঙ্গা যেন এখন এক নীরবে বয়ে চলা নির্জন নদী। এখন আর নেই আগের সেই চিরচেনা প্রাণচাঞ্চল্য। চারদিকে কেবল শূন্যতা।

নদী পাড়ে স্বাভাবিক সময়ে সারি সারি বাঁধা থাকত লঞ্চ। হাঁকডাক, মানুষের ছুটে চলা। কোথায় যেন হারিয়ে গেল সেই চাঞ্চল্য; পথ-প্রান্তর যেন স্তব্ধ। নদীকেন্দ্রিক মানুষের জীবন এখন অনেকটাই থমকে আছে।

এই বুড়িগঙ্গার বুকে কত কত ইতিহাস। বয়ে গেছে, রয়ে গেছে। দিন কয়েকের অনাকাঙ্খিত বিরতিতে অন্যরূপে নগরবাসীর কাছে ধরা দিয়েছে এই নদী।  

সারা বছর দখল আর দূষণের কবলে পড়ে থাকা বুড়িগঙ্গা যেন এখন হাসছে। তার বুকে নেই কোনো হাহাকার। নীরবধি ছুটে চলা তার কলকল ধ্বনিতে। নদীর পানির স্বচ্ছতা যেন জানান দিচ্ছে আগামীর সুন্দর বার্তার।

দীর্ঘ সময় পর টলমলে এমন পানি পেয়ে আনন্দে আত্মহারা শিশু-কিশোররা। গা ভাসিয়ে শহুরে জীবনের পঙ্কিলতাকেই যেন দূর করছে তারা। কর্মবিরতির এই সময় নদীর ধারে ভাবলেশহীন সময় কাটাচ্ছেন বয়োবৃদ্ধরাও।
 
ফাঁকা নদীতে ট্রলার চলতে দেখা গেছে তরতরিয়ে। তবে এর মধ্যেও দুই-একটি সবজিবাহী ট্রলার চলছে মানুষের সেবায়।
 
বুড়িগঙ্গাকে কেন্দ্র করে জীবনজীবিকা যেন কিছুটা থমকে আছে। অবশ্য তাতে দূষিত বুড়িগঙ্গায় কিছুটা নির্মল পরিবেশ পাচ্ছে নগরবাসী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়