স্পোর্টস ডেস্ক: বিপিএলের দশম আসরে শিরোপা লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি ফরচুন বরিশাল। শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এখন পর্যন্ত চারবার শিরোপা জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। অপরদিকে বরিশাল দু’দুবার ফাইনালে খেললেও শিরোপার দেখা পায়নি তারা।
২০২১-২২ মৌসুমের ফাইনালেও দেখা হয়েছিল এই দুই দলের। যেখানে শেষ হাসি হেসেছিলো গোমতী পাড়ের কুমিল্লা। এক বছর বিরতি দিয়ে আবার ফাইনালে দেখা হচ্ছে এই দুই দলের।
আপনার মতামত লিখুন :