শিরোনাম
◈ “জুলাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক”— জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রধান উপদেষ্টার বক্তব্য ◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি 

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১০ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম-হৃদয়ের মধ্যে কে হবেন বিপিএলের শীর্ষ রান সংগ্রাহক

স্পোর্টস ডেস্ক: বিপিএলের চলতি আসরে শুক্রবার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। শিরোপা ঘরে তোলার সঙ্গে আলোচনা চলছে কে হবেন দশম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। লড়াইটা এখন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল এবং কুমিল্লার তাওহিদ হৃদয়ের মধ্যে।

এই দুই ক্রিকেটারে রানের পার্থক্যটা মাত্র ৬। ফাইনালে নিজেদের রানসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগও পাচ্ছেন তারা। এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিমের ১৪ ইনিংসে ৪৫৩ রান। অন্যদিকে এক ইনিংস কম খেলে হৃদয়ের সংগ্রহ ৪৪৭ রান।

তবে চলমান বিপিএলে ব্যাটসম্যানদের মধ্যে হৃদয় এমন উচ্চতায় পৌঁছেছেন, যেখানে এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার যেতে পারেননি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৩ ইনিংসে হৃদয়ের রান ৪৪৭, গড় ৪০.৬৩, স্ট্রাইক রেট ১৪৯.৪৯। -প্রথম আলো

বিপিএলের ইতিহাসে ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ৪০০-এর বেশি রান করা একমাত্র বাংলাদেশি হৃদয়। এর আগে যারা এই কীর্তি গড়েছেন তার সবাই বিদেশি। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪টি ছক্কা মেরেছেন তিনি। বিপিএলের এক আসরে যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

তামিম শুরুর দিকে বড় ইনিংস খেলতে না পারলেও গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলার পর টুর্নামেন্টে আরও দুটি ফিফটি পেয়েছেন। চট্টগ্রামের বিপক্ষে খেলেছিলেন ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। ৪৫৩ রান তামিম করেছেন ১২৫. ৪৮ স্ট্রাইক রেটে। আছে ১৫টি ছক্কার মার। তাদের পাশাপাশি ফাইনালে আছেন লিটন দাস ও মুশফিকুর রহিমও।

লিটন ১৩ ইনিংসে রান করেছেন ৩৭৫। গড় ২৮.৮৪, স্ট্রাইক রেট ১৩০.৬৬। শুরুতে ২০ রানের বেশি লম্বা ইনিংস না খেলতে পারলেও পরের ৮ ইনিংসে ফিফটি আছে ৩টি। যার মধ্যে দুটিতেই ৮০ রানের বেশি করেছেন। তাই আরেকটি বড় ইনিংস খেললে লিটনের সামনে সর্বোচ্চ রান সংগ্রাহকের সুযোগ থাকছে।

মুশফিক ৩৬৭ রান নিয়ে পঞ্চম। গড় ৩৩.৩৬ হলেও ব্যাট করেছেন ১২৩.৫৬ স্ট্রাইক রেটে। যেখানে সব মৌসুম মিলিয়ে বিপিএলে তার স্ট্রাইক রেট ১৩২.১৮।

এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়