সাঈদুর রহমান: ক্রিকেট মাঠে ব্যস্ত সময় পার করছে ক্রিকেটাররা। তবে মাঠে নেই টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। বিশ্বকাপে আঙুলে আঘাত পেয়েছেন তিনি। এছাড়াও নির্বাচনী কারণে ব্যস্ত সময় কাঁটাচ্ছেন সাকিব। এই ব্যস্ততার মধ্যেই আমেরিকা যাচ্ছেন টাইগার অধিনায়ক।
কয়েক দিন আগেই ফ্রাঞ্চাইজি দল বাংলা টাইগ্রার্সের ফটোশুট ও অফিশিয়াল কাজ সারতে দুবাইতে গিয়েছিলেন সাকিব। এরপর দেশে ফিরে মঙ্গলবার মাগুড়াতে নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন সাকিব। সন্ধ্যায় আবারো ঢাকায় ফেরেন তিনি।
শ্রীলঙ্কা ম্যাচে আঙুলে আঘাত পেয়ে ইনজুরিতে পড়েন সাকিব। এতে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান তিনি। তাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়া কথা ছিলো সাকিবের। তবে সিঙ্গাপুর নয়, শেষ পর্যন্ত আমেরিকা যাচ্ছেন বলে জানা গিয়েছে। তবে সেখানে গিয়েছেন কিনা, সেটা এখনো নিশ্চিত করতে পারেননি বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি।
দেবাশীষ বলেন, সাকিব চলে গেছে কি না, সেটা এখনো জানি না। তার যেমন ইনজুরি, এটা ৪ থেকে ৬ সপ্তাহ সময় নেয়। ওর (সাকিব) চার সপ্তাহ হয়েছে, আরও ২ সপ্তাহ লাগবে। এরপর রিহ্যাব করবে, তারপর বোলিং করবে। তারপর গিয়ে স্কিল ট্রেনিং করবে।
সাকিব আবার কবে মাঠে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে বিসিবি চিকিৎসকের মন্তব্য, ফ্র্যাকচার জোড়া লাগতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় নিবে। এরপর ট্রেনিং আর কি। আরও কিছু সময় লাগবে। এ সময় আঙুলে ব্যান্ডেজ থাকবে। এখন কখন ফিরবে, এটা সাকিবের কনফিডেন্সের ব্যাপার, যেহেতু বোলিং ফিঙ্গার। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল