শিরোনাম
◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ 

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৩, ১১:২০ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট জিতলো বাংলাদেশ

সাঈদুর রহমান: [২] দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিলেটে কিউইদের ১৫০ রানে হারিয়েছে, যা তাদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়। প্রথম জয়টি এসেছিলো ২২ মাস আগে নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গানুয়ে এবং দ্বিতীয়টা সিলেটে।

[৩] চতুর্থ দিনে ১১৩ রানে সাত উইকেট হারিয়ে দিন শেষ করেছিলো নিউজিল্যান্ড। পঞ্চম দিনে কিউইদের জয়ের জন্য দরকার ছিলো ২১৮ রান। তবে মাত্র ৬৮ রান তুলতে পারে কিউইরা। তাইজুলের স্পিন জাদুতে ১৮১ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ১৫০ রানের বড় জয় পায় বাংলাদেশ। ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাইজুল ইসলাম।

[৪] এর আগে সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩১০ রান করে টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩১৭ রানে অলআউট হয় কিউইরা। ৭ লিড শোধ দিয়ে সফরকারীদের সমানে জয়ের জন্য ৩৩১ রানে লক্ষ্য দেয় স্বাগতিকরা।

[৫] যে লক্ষ্যে পৌঁছানো চতুর্থ ইনিংসে জন্য খুবই কষ্টকর। জবাব দিতে নেমে চতুর্থ দিনে ১১৩ রান তুলতেই সাত উইকেট হারিয়ে বসে উইলিয়ামসনরা। তবে আশা বাঁচিয়ে রেখেছিলেন ড্যারিল মিচেল। শনিবার ৭* রান করা ইস সোধিকে সঙ্গে নিয়ে অপরাজিত ৪৪ রানে শেষ দিনে ব্যাটিংয়ে নামেন মিচেল।

[৬] তবে দলের হার এড়াতে পারেননি এই ডান হাতি ব্যাটার। ৫৮ রানে আউট হন তিনি। এরপর সোধি ২২ এবং অধিনায়ক টিম সাউদি ৩৪ রানে আউট হলে ১৮১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এতে ১৫০ রানের বড় জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

[৭] বাংলাদেশের হয়ে এই ম্যাচে দশ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। মুমিনুল হক ও নাঈম হাসান তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসআর/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়