শিরোনাম
◈ জনগণ স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন: পররাষ্ট্রমন্ত্রী  ◈ দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগপত্র গৃহীত  ◈ মানুষের কল্যাণে ডিএসসিএসসি’র প্রশিক্ষণার্থীদের অর্জিত  জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান মারা গেছেন  ◈ মালয়েশিয়ায় ভবন ধস, নিহত ৩ শ্রমিকের সবাই বাংলাদেশি ◈ পাকিস্তানে পারভেজ মোশাররফের সামরিক শাসনকে বৈধতা দেওয়া বিচারকদের বিচার দাবি ◈ ৩০ দিনে সড়কে পুড়েছে ২১২ যানবাহন ◈ অর্থপাচার মামলায় এনু ও রুপনের ৭ বছর করে কারাদণ্ড, ৫২ কোটি টাকা অর্থদণ্ড  ◈ দেশে মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি: পরিসংখ্যান ব্যুরো ◈ স্বতন্ত্র প্রার্থী খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জামান

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৩:২৫ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারিয়ে বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে ব্যতিক্রম উদযাপন মার্শের

সাঈদুর রহমান: স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ জিতেছে মাইটি অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ট্রফি নিয়ে নিজেদের ইচ্ছামতো পোজ দিয়ে ছবি তুলেছেন অজি ক্রিকেটাররা। তবে অন্য সবার থেকে উদযাপনের দিক থেকে বরাবরই আলাদা স্টার্ক-কামিন্সরা। ট্রফি জেতার পরেই ট্রফির উপর পা তুলে ছবি তুলে ছবি তুলেছেন মিচেল মার্শ। যা নিয়ে বিশ্বকাপ ট্রফির মর্যাদাটাই ভুলে গেছেন এমন প্রশ্ন তুলছেন ভারতীয় গণমাধ্যম।

যে ট্রফি এক বার হাতে তোলার জন্য সারাটা জীবন অপেক্ষা করে থাকেন খেলোয়াড়েরা, সেই ট্রফির উপর দু’পা তুলে ছবি তুললেন তিনি। আর সেটাও ফলাও করে দেখালেন দলের অধিনায়ক প্যাট কামিন্স। এই ঘটনায় শুরু হয়েছে সমালোচনা। মার্শের উল্লাসের ধরনটাই বুঝতে পারছেন না কেউ। 

বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, তুরীয় মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসিমুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। ভাবখানা এমন, কেমন দিলাম! এই ছবি নিয়েই শুরু হয়েছে সমালোচনা। সূত্র: আনন্দবাজার

মার্শের এই ধরনের আচরণ বা কথাবার্তা অবশ্য নতুন নয়। বিশ্বকাপ ফাইনালের আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। জানিয়েছিলেন, ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দেবেন। তারা প্রথমে ব্যাট করে ৪২০ রান করবেন। তারপর ভারতকে ৬৫ রানে অল আউট করে দেবেন। তবে ৬৫ রানে অলআউট না করলেও, ভারতকে তাদের মাটিতে রীতিমতো বিধ্বস্ত করে বিশ্বকাপ জিতেছে অজিরা। তাই বিশ্বকাপ ট্রাফি নিয়ে নিজের ইচ্ছা মতো উদযাপন করছেন কামিন্স-মার্শরা। সূত্র: ইনস্টাগ্রাম

এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ড্রেসিং রুমে জুতার মধ্যে বেয়ার নিয়ে পান করে বিশ্বকাপ জয় উদযাপন করেছিলেন ম্যাথিউ ওয়েড ও মার্কাস স্টোইনিস। যা নিয়ে নেটিজেনরা অনেক সমালোচনা করেন এই দুই অজি ক্রিকেটারের। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়