স্পোর্টস ডেস্ক: পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিলো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। তিন যখন ক্লাবটিতে খেলতেন, স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী ছিলেন রেনে মিউলেনস্টিন। কীভাবে তার তত্ত্বাবধানে রোনালদো বিশ্বের অন্যতম সেরা গোল স্কোরারে পরিণত হয়েছেন তা জানালেন নেদাল্যান্ডেসের এই তারকা ফুটবলার।
গোল করার ক্ষেত্রে সিআর সেভেনের ক্ষমতা বিশ্বের সবারই জানা। এখন পর্যন্ত ক্যারিয়ারে ৮৫৩ গোল করেছেন। কিন্তু ক্যারিয়ারের শুরুর সময় তার গোল করার এমন দক্ষতা ও ক্ষমতা ছিল না। উইঙ্গার থেকে গোল করার অসাধারণ ক্ষমতার শুরু ম্যানচেস্টার ইউনাইটেড ক্যারিয়ারের প্রথমপর্বে।
সংবাদমাধ্যমে রেনে মিউলেনস্টিন বলেছেন, তিনি ক্রমাগত গোল করতে থাকলেন। ম্যাচের ভাগ্যও নির্ধারণ শুরু করেন। যখন তার এমন পরিবর্তন শুরু হল, ফিনিশিং নিয়ে তার সাথে অনেক কাজ করেছি। ক্রিস্টিয়ানোর একটি গোল করার ক্ষমতা ছিল, কিন্তু তেমন গোলস্কোরার ছিলেন না। আমার মনে হয়েছিল তাকে গোলস্কোরারে পরিণত করি। সূত্র: গোলডটকম
তিনি সবসময় গুরুত্বপূর্ণ এবং সুন্দর গোল করতে চাইতেন। সে কারণে অনেক গোল করার সুযোগ নিতে পারতেন না। আমি তার এমন মানসিকতা পরিবর্তন করার প্রয়োজন বোধ করি এবং যত পারে গোল করতে বলি। এটি ছিল তার সবচেয়ে বড় পরিবর্তন। রোনালদোর বেছে বেছে গোল করার মানসিকতা সম্পর্কে বলছিলেন রেনে। সূত্র: স্কাইস্পোর্টস
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সম্পর্কে এ কোচ আরও জানান, তার মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা ছিল শতভাগ। এর প্রধান চাবিকাঠি ছিল সঠিক পরিবেশ এবং সঠিক মানুষের সংস্পর্শ। একসময় তার উন্নতি বাধাগ্রস্ত হচ্ছিল, কারণ অনেক ভালো খেলোয়াড়ের আড়ালে পড়ে যাচ্ছিলেন। তিনি স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথেও কাজ করতেন, কার্লোস কুইরোজের সাথেও কাজ এবং ফিনিশিং নিয়ে আমার সাথে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন তিনি নিজেই। তিনি দৃঢ়প্রতিজ্ঞ এবং লক্ষ্যের প্রতি নিবদ্ধ ছিলেন। সবসময় অতিরিক্ত পরিশ্রম করতেন এবং বিশ্বের সেরা খেলোয়াড় হতে চেয়েছিলেন। রিপোর্ট: সাঈদুর রহমান
এসআর/এইচএ