শিরোনাম
◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর স্টেডিয়ামে বিয়ে পরবর্তী অনুষ্ঠান করতে চান হাসানের বাবা, বিসিবি বলছে কোনো নিয়ম নেই

সাঈদুর রহমান: গত কয়েক বছর ধরে সাদা বলে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের নান্দনিক পারফরম্যান্সে অবদান রেখেছেন তরুণ টাইগার পেসার হাসান মাহমুদ। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে হাসান। বুধবার নিজের বাগদান সেরেছে এবং শুক্রবার রাত ৮টার পরে হাসানের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। এই তথ্য নিশ্চিত করেছেন তার বাবা মো.ফারুক। 

তিনি জানিয়েছেন, বুধবার তার ছেলে হাসান মাহমুদ বাগদান সেরেছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ের পিঁড়িতে বসবেন হাসান। পরবর্তীতে বিশ্বকাপের পর বড় পরিসরে তার বিয়ের বাকি অনুষ্ঠানিকতা হবে। এমনকি নিজ এলাকা লক্ষ্মীপুরে জাতীয় দলের সব ক্রিকেটারকে নিয়ে যাওয়ার ইচ্ছের কথাও প্রকাশ করেন হাসানের বাবা। তিনি আরো বলেন, মিরপুর স্টেডিয়ামেও বিয়ে পরবর্তী অনুষ্ঠান করার ইচ্ছা আছে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, কোনো অনুষ্ঠানের জন্য মিরপুর স্টেডিয়াম ব্যবহার করার নিয়ম নেই। কেবল বিসিবি কোনো টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে পারে।

এদিকে ছেলের বিয়ের কারণ হিসেবে হাসানের বাবা বলেন, বর্তমানে ফেসবুকে যা শুরু করেছে, ও তো সহ্য করার মতো নয়। সব মেয়েরাই অফার করছে যে, এই করবো ওই করবো। তাই ও (হাসান) যেন ভালো থাকে এবং একদিকে মন থাকে, তাই আমরা গোপনে এই ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি আরো বলেন, হাসান নিজেই বিয়ের জন্য মেয়ে পছন্দ করেছেন। মেয়ের বাড়ি গোপালগঞ্জ। তারা সপরিবারে ঢাকায় থাকেন। সম্পাদনা: এল আর বাদল 

এসআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়