শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৩, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেড আর স্মিথের ব্যাটে দারুণ দিন কাটালো অস্ট্রেলিয়া

হেড আর স্মিথ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনটি স্বাচ্ছন্দ্যে পার করলো। ভারতের বোলারদের ভুগিয়ে প্রথম দিন ৩২৭ রান তুলেছে তারা। হারিয়েছে কেবল ৩ উইকেট। 

সেঞ্চুরি পাওয়া ট্রেভিস হেড অপরাজিত আছেন ১৪৬ রানে। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থেকে দিনের খেলা শেষ করেছেন স্টিভেন স্মিথ। দুজনের অবিচ্ছিন্ন ২৫১ রানের ভয়ংকর জুটি চোখ রাঙাচ্ছে ভারতকে। - রাইজিংবিডি

এই সেঞ্চুরি দিয়ে অন্যরকম এক মাইলফলকেও ঢুকে গেছেন হেড। টেস্ট ‘বিশ্বকাপের’ প্রথম সেঞ্চুরিয়ান তো তিনি-ই। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে সেঞ্চুরি পাননি ভারত ও নিউ জিল্যান্ডের কোনো ব্যাটসম্যান। হেড খুললেন এলিট এ ক্লাবের খাতা। 

হেড ও স্মিথের চতুর্থ উইকেটে জমাট জুটির আগে ভারত ভালো অবস্থানে ছিল। সবুজাভ উইকেটে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারত টপাটপ ৩ উইকেট তুলে নেয়। এরপর দেয়াল হয়ে দাঁড়ান হেড ও স্মিথ। পাঁচে নামা হেড প্রতি আক্রমণে গিয়ে রান তুলেন অনায়েসে। আর স্মিথ দেখান ধৈর্য্য। বল যত পুরান হয়েছে উইকেটের চারিপাশে দুজনের শট খেলার গতিও বেড়েছে। ৮৫ ওভারের খেলায় দিনের শেষ দুই সেশন ছিল অসিদের। -ক্রিকইনফো

ইংল্যান্ডের দ্য ওভালে সকালে রানের খাতা খোলার আগে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন উসমান খাজা। পেসার সিরাজের বাউন্সারে ব্যাট সরাতে পারেননি খাজা। আরেক ওপেনার ওয়ার্নার দারুণ কিছু শট খেললেও আউট হয়েছেন আলগা। মধ্যাহ্নবিরতির ঠিক আগে শার্দূল ঠাকুরের লেগ সাইড ঘেঁষা শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। 

বিরতির পরপরই মোহাম্মদ সামির ফুল লেংথের বল মিস করে বোল্ড হন মারনাস লাবুশেন। ৫ রানের মধ্যে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরার চেষ্টায় ছিল ভারত। কিন্তু উইকেটে গিয়ে হেড প্রতি আক্রমণ চালান। ফিফটি তুলে নেন মাত্র ৬০ বলে। সেঞ্চুরির জন্য তাকে খেলতে হয় ১০৬ বল।

ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়ে ১৪৬ রানে অপরাজিত হেড। ২২ চারের সঙ্গে হাঁকিয়েছেন একটি ছক্কা। আর স্মিথ ৯৫ রান করেছেন ২২৭ বলে ১৪ চারে।  

এলআরবি/এইচএ
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়