স্পোর্টস ডেস্ক: সাবেক এই পেসারের পাশাপাশি অ্যান্ড্রু পুটিককে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। আইপিএলে লখনৌ সুপারজায়ান্টসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল। আইপিএল শেষ হলেই পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নেবেন তিনি। - ইএসপিএন ক্রিকইনফো
এদিকে আরেক দক্ষিণ আফ্রিকান মিকি আর্থার থাকবেন পাকিস্তানের প্রধান পরামর্শক হিসেবে। পাশাপাশি সহকারি কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন, বোলিং কোচ মরনে মরকেল এবং অ্যান্ড্রু পুটিক সামলাবেন ব্যাটিং কোচের দায়িত্ব। এতে এখন পাকিস্তানের কোচিং প্যানেলের বেশিরভাগই দক্ষিণ আফ্রিকান কোচের দখলে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, নামিবিয়ার কোচের দায়িত্ব পালন করেছেন মরনে মরকেল। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার কোচিং স্টাফের সঙ্গেই ছিলেন তিনি। এ ছাড়া মরকেল এসএ২০-র ডারবান সুপার জায়ান্টদের বোলিং কোচও ছিলেন। পাশাপাশি নিউজিল্যান্ডের নারী দলের বোলিং কোচের দায়িত্বও দেখা গেছে এই পেসারকে। সম্পাদনা: এল আর বাদল