শিরোনাম
◈ এনবিআর বিলুপ্তি করা হলো কেন, জানাল সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৯:২০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো মিয়ামির সেমিতে কেভিতোভা

কেভিতোভা

তারিক আল বান্না: মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের এককে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। বৃষ্টি-বিঘ্নিত কোয়ার্টার ফাইনালে রাশিয়ার একেতেরিনা আলেকজান্দ্রোভাকে হারিয়েছেন তিনি। বিবিসি

দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ১৫তম বাছাই কেভিতোভা ৬-৪, ৩-৬ ও ৬-৩ সেটে জয়লাভ করেন। সেমিফাইনালে তিনি রোমানিয়ার সোরানা সিরস্তিয়ার মুখোমুখি হবেন।

এদিকে, পুরুষ বিভাগে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় রাশিয়ার দ্যানিল মেদভেদেভ আমেরিকান অবাছাই ক্রিস্টোফার ইউব্যাঙ্কসের বিরুদ্ধে সরাসরি সেটে জয়ের মাধ্যমে মিয়ামি ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। দুর্দান্ত ফর্ম প্রদর্শন করে চতুর্থ বাছাই মেদভেদেভ জেতেন ৬-৩ ও ৭-৫ সেটে।

মেদভেদেভের সাথে খেলবেন রাশিয়ান কারেন খাচানভের সঙ্গে। খাচানভ আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্ডোলোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সরাসরি ৬-৩ ও ৬-২ সেটে জয়লাভ করেন। 

দূর্দান্ত ফর্মে থাকা ২৭ বছর বয়সী মেদভেদেভ খাচানভের বিপক্ষে ফেভারিট হিসেবে বিবেচিত হবেন বলে মনে করা হচ্ছে। ২০২১ ইউএস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভ বিগত ২৩টি ম্যাচের মধ্যে ২২টিতেই জিতেছেন।  এ নিয়ে মেদভেদেভ টানা পঞ্চম এটিপি ইভেন্টের সেমিফাইনালে উঠেলেন।

রটারডাম, দোহা ও দুবাইতে টানা শিরোপা জয়ের পর মেদভেদেভ ইন্ডিয়ান ওয়েলস ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজের কাছে পরাজিত হন। যা সম্প্রতিকালে তার একমাত্র হার। 

টিএবি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়