স্পোর্টস ডেস্ক: আগামী ৩১ মার্চ পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের। এবারের টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে খেলবেন ইংল্যান্ডের সুপারস্টার বেন স্টোকস। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে তারা। প্রথম ম্যাচেই তাকে দেখা যেতে পারে মাঠে। ক্রিকেটঅস্ট্রেলিয়া
আইপিলের শুরু থেকেই স্টোকস খেলতে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কারণ আগামী ১৬ জুন মাঠে গড়াবে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ককে পুরোপুরি ফিট পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইসিবি।
কয়েক বছর ধরেই বাম হাঁটুর ইনজুরিতে ভুগছেন স্টোকস। মাঝে অবশ্য সেরে উঠেছিলেন তিনি। তবে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে তা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। তা সত্ত্বেও আইপিএলে খেলতে চলে এসেছেন তিনি। একটি ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন ৩১ বছর বয়সী অলরাউন্ডার।
জানা গেছে, এবার আইপিএলে শুরুতে ব্যাটার হয়ে খেলবেন স্টোকস। পরে একপর্যায়ে বোলিং করবেন তিনি। মূলত এ নিয়েই উদ্বিগ্ন ইংল্যান্ড।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলছে, আইপিলে বোলিং করলে স্টোকসের ইনজুরি গুরুতর হতে পারে। এমনটি হলে তাকে মর্যাদার লড়াই অ্যাশেজে নাও পাওয়া যেতে পারে। রিপোর্ট: সাঈদুর রহমান
এসআর/এএ