শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুঠোফোনের ভিডিও দেখে গোল বাতিল, নিষিদ্ধ হলেন রেফারি

মোহাম্মদ ফারুক

স্পোর্টস ডেস্ক: নেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার। অনন্যোপায় হয়ে দর্শকের ফোনের ভিডিও পর্যালোচনা করে গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি। এমন ঘটনায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন সেই ম্যাচ রেফারি। মেইলঅনলাইন

মিশরের দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টের ঘটনা। গত শুক্রবার প্রতিযোগিতাটিতে মুখোমুখি হয় মিশরের দুই ক্লাব সুয়েজ ও আল নাসর। ২-১ গোলে পিছিয়ে থাকা আল নাসর ম্যাচের শেষাংশে সমতাসূচক গোল করে। তবে হ্যান্ডবলের আবেদন জানায় সুয়েজের খেলোয়াড়রা। ভিএআর না থাকায় এক দর্শকের দ্বারস্থ হন ম্যাচ রেফারি মোহাম্মদ ফারুক। তার মুঠোফোনে ধারণকৃত ভিডিও বিশ্লেষণ করে সেই গোল বাতিলও করে দেন তিনি। ঘটনার জেরে মোহাম্মদ ফারুকসহ সেদিন দায়িত্ব পালন করা ম্যাচের সব স্টাফকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফেডারেশন। ইএফএ’র বিবৃতিতে বলা হয়, ম্যাচের ঘটনাটি বুঝতে রেফারি মোহাম্মদ ফারুকের মুঠোফোন ব্যবহারের ঘটনাটি তদন্ত করবে কমিটি।

ব্রিটিশ গণমাধ্যম মেইল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ফ্রি-কিক থেকে হেডে বল সুয়েজের জালে জড়ানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সুয়েজের খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারিতে উপস্থিত সমর্থকরাও মাঠে ঢুকে হ্যান্ডবলের দাবিতে রেফারি ফারুককে গোল বাতিল করতে বলেন। দুই দলের খেলোয়াড়েরা তাকে ঘিরে ধরেন। পরে পুলিশের সহায়তায় মাঠ ছাড়েন ফারুক। আল নাসরের স্টাফরা তখন রেফারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকিও দেয়। রিপোর্ট: সাঈদুর রহমান 

এসআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়