শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুঠোফোনের ভিডিও দেখে গোল বাতিল, নিষিদ্ধ হলেন রেফারি

মোহাম্মদ ফারুক

স্পোর্টস ডেস্ক: নেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার। অনন্যোপায় হয়ে দর্শকের ফোনের ভিডিও পর্যালোচনা করে গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি। এমন ঘটনায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন সেই ম্যাচ রেফারি। মেইলঅনলাইন

মিশরের দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টের ঘটনা। গত শুক্রবার প্রতিযোগিতাটিতে মুখোমুখি হয় মিশরের দুই ক্লাব সুয়েজ ও আল নাসর। ২-১ গোলে পিছিয়ে থাকা আল নাসর ম্যাচের শেষাংশে সমতাসূচক গোল করে। তবে হ্যান্ডবলের আবেদন জানায় সুয়েজের খেলোয়াড়রা। ভিএআর না থাকায় এক দর্শকের দ্বারস্থ হন ম্যাচ রেফারি মোহাম্মদ ফারুক। তার মুঠোফোনে ধারণকৃত ভিডিও বিশ্লেষণ করে সেই গোল বাতিলও করে দেন তিনি। ঘটনার জেরে মোহাম্মদ ফারুকসহ সেদিন দায়িত্ব পালন করা ম্যাচের সব স্টাফকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফেডারেশন। ইএফএ’র বিবৃতিতে বলা হয়, ম্যাচের ঘটনাটি বুঝতে রেফারি মোহাম্মদ ফারুকের মুঠোফোন ব্যবহারের ঘটনাটি তদন্ত করবে কমিটি।

ব্রিটিশ গণমাধ্যম মেইল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ফ্রি-কিক থেকে হেডে বল সুয়েজের জালে জড়ানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সুয়েজের খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারিতে উপস্থিত সমর্থকরাও মাঠে ঢুকে হ্যান্ডবলের দাবিতে রেফারি ফারুককে গোল বাতিল করতে বলেন। দুই দলের খেলোয়াড়েরা তাকে ঘিরে ধরেন। পরে পুলিশের সহায়তায় মাঠ ছাড়েন ফারুক। আল নাসরের স্টাফরা তখন রেফারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকিও দেয়। রিপোর্ট: সাঈদুর রহমান 

এসআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়