শিরোনাম
◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০১:১০ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টিতে গেইল-কোহলিকে ছাড়িয়ে বাবরের বিশ্ব রেকর্ড

বাবর আজম

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের সব থেকে জনপ্রিয় ক্রিকেটার বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে বার বার প্রমাণ করে টেক্কা দিয়েছে স্মিথ-কোহলিদের। একের পর এক রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডকে ১২ রানে হারায় পেশোয়ার জালমি। ওই ম্যাচেই টি-টোয়েন্টিতে নতুন এক রেকর্ড গড়েছেন বাবর আজম। পাকিস্তান ক্রিকেট

বৃহস্পতিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশোয়ার জালমিকে জয় এনে দিতে ৩৯ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাবর। ১০ চারে ১৬৪ স্ট্রাইকরেটে করা এ ঝড়ো ইনিংসেরর মাধ্যমে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯ হাজার রান পূর্ণ করেছেন পাকিস্তানের অধিনায়ক। 

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৯ হাজার রানের চূড়ায় চেয়ে দ্রুততম সময়ে পা রাখেন বাবর। টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ করতে এ পাকিস্তানি ব্যাটার খেলেছেন ২৪৫ ইনিংস। বাবরের আগে দ্রুততর সময়ে টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ করার রেকর্ড ছিল ক্রিস গেইলের। গেইল ২৪৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন।

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ২৭১ ইনিংসে করেন ৯ হাজার রান। দ্রুত রান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ করতে খেলেছেন যথায়ক্রমে ২৭৩ এবং ২৮১ ইনিংস। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়