শিরোনাম
◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৪৫ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থ আছেন শামসুন্নাহার, ভারতের বিপক্ষে খেলা নিয়ে সংশয়

শামসুন্নাহার

স্পোর্টস ডেস্ক: শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নেপালের বিপক্ষে খেলার সময় মাথায় চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল শামসুন্নাহারকে। চিকিৎসা শেষে মোটামুটি সুস্থ হয়ে উঠলেও আগামীকাল ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া নিয়ে আছে সংশয়। শুক্রবার ম্যাচের বিরতির খানিক আগে চোট পান শামসুন্নাহার। ম্যাচ শেষে হাসপাতালে নেওয়া হলে, কিছু পরীক্ষা আর প্রাথমিক চিকিৎসার পর কালই ছেড়ে দেওয়া হয় তাকে। প্রথম আলো।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) খেলায় বল নিয়ে বক্সে ঢোকার মুহূর্তে শামসুন্নাহারকে ট্যাকল করেন নেপালের এক ডিফেন্ডার। শামসুন্নাহার বলে হেড দিতে গেলে ওই ডিফেন্ডারের হাটু শামসুন্নাহারের চোয়ালে আঘাত করে। এরপরই মাটিতে পড়ে যান তিনি। শুরুতে কয়েক মিনিট মাঠেই শুয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর উঠে দাড়ালেও কিছুক্ষণের জন্য স্মৃতিভ্রস্ট হয়ে গিয়েছিলেন শামসুন্নাহার।

মেয়েদের কোচ গোলাম রব্বানী অবশ্য জানান, শামসুন্নাহারের চোট তত গুরুতর নয়, শামসুন্নাহার আজ মাঠে এসেছে। এখানে সে অনুশীলনে যা যা করার, সেগুলো করেছে। আল্লাহর রহমতে ভালো আছে সে, কোনো সমস্যা নেই। যেহেতু ডাক্তার ওকে বিশ্রামের পরামর্শ দেননি, তাই মাঠে এসেছে। তাছাড়া আমাদের ফিজিও সব সময় ওকে পর্যবেক্ষণে রেখেছে।

যদিও কাল শামসুন্নাহার খেলতে পারবেন কি না, সে ব্যাপারে নিশ্চিত কিছু বলেননি গোলাম রব্বানী। তিনি জানান, সে আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ভারতের বিপক্ষে ম্যাচে তাকে নিয়েই সব রকম পরিকল্পনা থাকবে। ম্যাচ শুরুর আগপর্যন্ত তার জন্য অপেক্ষা করব।

শামসুন্নাহার বলেন, এখন আমি সুস্থ আছি। শুধু চোয়ালে আঘাত পাওয়ার কারণে মুখে প্রচণ্ড ব্যথা আছে। এজন্য ভালোভাবে কারও সঙ্গে কোনো কথা বলতে পারছি না। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়