শিরোনাম
◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:২৮ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিরার গান শুনে অসুস্থ পিকের নতুন প্রেমিকা 

ফুটবলার পিকে ও নতুন প্রেমিকা

স্পোর্টস ডেস্ক: ১১ বছরের সম্পর্ক ভেঙে যাওয়াটা যেন মেনে নিতে পারেননি শাকিরা। তারকা ফুটবলার পিকের নতুন প্রেমিকা ক্লারা চিয়া মার্তির জন্য সম্পর্ক ভেঙেছিল তাদের। সেই ক্লারা ও পিকেকে ব্যঙ্গ করে গানও লিখেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। তার সেই গানের কথাগুলোই যেন সহ্য করতে পারেননি ক্লারা। এমনকি সেই গান শোনে মানসিকভাবে অসুস্থও হয়ে পড়েছেন পিকের নতুন প্রেমিকা। 

পিকে-শাকিরার দ্বন্দ্বের মূল ঝড়টা যেন গেছে ক্লারার ওপর দিয়ে। ক্লারা ও পিকেকে ব্যঙ্গ করে যে গান লিখেন শাকিরা সেটির লাইনগুলোই যেন মানসিকভাবে অসুস্থ করে দিয়েছে ক্লারাকে। ক্লারার ওপর শাকিরার গানের প্রভাব নিয়ে স্প্যানিশ সাংবাদিক লোরেনা বলেন, ‘মানুষ ক্লারাকে রাস্তায় থামিয়ে গানটি গেয়ে শোনায়। সে লাজুক প্রকৃতির। সবাই তাকে সহজেই চিনে ফেলছে। -চ্যানেল২৪

 এদিকে, ক্লারার মানসিক অবস্থা ভালো নেই উল্লেখ ধরে আরেক স্প্যানিশ সাংবাদিক অর্টিস বলেন, সে আট দিন ধরে তার মা-বাবার বাড়িতে আছে। বাসায় বসে অফিসের কাজ করছে। মানসিক অবস্থা ভালো না হওয়ায় তার আশ্রয়ের প্রয়োজন হয়েছে। ২৩ বছর বয়সী এক মেয়ের জন্য এটা সামলানো সহজ নয়। এটা তার ওপর বেশ প্রভাব ফেলেছে।

উল্লেখ্য যে, শাকিরা তার গানে লিখেছিলেন, একটি টুইঙ্গোর জন্য তুমি ফেরারি লেনদেন করেছো, একটি ক্যাসিওর জন্য রোলেক্স লেনদেন করেছো।’ মূলত, গানের কলির এই ‘রোলেক্স’ শাকিরা নিজে আর ‘ক্যাসিও’ হচ্ছে পিকের নতুন প্রেমিকা ক্লারা। - মার্কা

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়