শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাট ও হেলমেট ছুঁড়ে ফেলায় বিসিবির সতর্কবার্তা পেলেন শান্ত

নাজমুল হাসান শান্ত

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে আউট হওয়ার পর সাজঘরে ফেরার পথে মেজাজ হারিয়ে বসেন নাজমুল হোসেন শান্ত। নিজের ব্যাট ও হেলমেটও ছুঁড়ে মারেন মাটিতে। তার এমন আচরণে অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ধরনের আচরণে শান্তকে সতর্ক করেছে তারা।

নিজেদের ঘরের মাঠে চট্টগ্রামকে সেই ম্যাচটি হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট। আর প্লে-অফ নিশ্চিত করার ম্যাচে ৪৪ বলে ৬০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন শান্ত। যদিও আউট হয়ে মেজাজ ধরে রাখতে পারেননি তিনি।- ক্রিকফ্রেঞ্জি

মূলত রাগটা নিজের ওপরই ছিল শান্তর। দারুণ ইনিংসটি খেলার পথে নিহাদউজ্জামানের বলে ইরফান শুক্কুরের কাছে স্টাম্পিং হয়েছেন তিনি। দারুণ ইনিংসের এমন পরিসমাপ্তি হয়তো চাননি শান্ত।

যার কারণে এভাবে বোকা যাওয়ার পর নিজের ওপরেই ক্ষোভ ঝাড়েন তিনি। আর তারই বহিঃপ্রকাশ হিসেবে হেলমেট ছুঁড়ে মারা ও অবহেলায় ব্যাট ফেলে দেয়ার মতো কাজ করেছেন তিনি।

শান্তর এমন কর্ম বিসিবির কোড অব কন্ডাক্টের ২.২ নম্বর ধারা ভঙ্গ করেছে। জরিমানা করা না হলেও তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হচ্ছে। ম্যাচ শেষে রেফারি দেবব্রত পালের কাছে নিজ ভুলের কথা স্বীকার করেছেন শান্ত। যার কারণে আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন পড়েনি।

এবারের বিপিএলে এখন পর্যন্ত দারুণ ফর্মে আছেন শান্ত। ৯ ইনিংসে ব্যাটিং করে ১১৭.০৫ স্ট্রাইক রেটে ৩৫০ রান এসেছে তার ব্যাটে। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়