শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ১০:৩১ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্টিনেজের অঙ্গভঙ্গির জের, ফিফা বদলাতে পারে পেনাল্টির নিয়ম

এমিলিয়ানো মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের ট্রফি জিতেছে আর্জেন্টিনা দল। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি'মারিয়াদের হাত ধরে স্বপ্ন সফল হয়েছিল আর্জেন্টিনার। কাতারে ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা দল। সেই ফাইনালেই তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আচরণ ঘিরে উঠেছে বারবার প্রশ্ন। 
গোল্ডেন গ্লাভস জেতার পরে তার অশ্লীল উদযাপনে উঠেছিল সমালোচনার ঝড়। পেনাল্টি শুট আউটে তার করা একাধিক কৌশলের কারণে বদলে যেতে পারে পেনাল্টির নিয়ম। এমনটাই ইংল্যান্ডের সংবাদ মাধ্যমে এক রিপোর্টে লেখা হয়েছে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের ফাইনালে নান অঙ্গভঙ্গিতে বিপক্ষের পেনাল্টি নিতে আসা ফুটবলারকে বারবার বিভ্রান্ত করেছেন মার্টিনেজ। আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পিছনে এমিলিয়ানো মার্টিনেজের ভূমিকাও কম নয়। অনেকেই মনে করেন ফরাসি ফুটবলারদের মনোসংযোগ ভাঙতে মার্টিনেজের এই অঙ্গভঙ্গি যথেষ্ট ছিল। ভবিষ্যতে যাতে আর্জেন্টিনীয় গোলকিপারের মতন কাজ কেউ করতে না পারেন সেই জন্য এখন থেকেই সচেষ্ট হয়েছে আন্তর্জাতিক এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন) বোর্ড।

পেনাল্টির সময়ে বলবৎ থাকা নানা নিয়মে বড়সড় বদল আনা হতে পারে। গোলরক্ষকদের জন্য কঠিন হতে পারে সময়। এমনটাই জানানো হয়েছে।- দ্য সান

প্রসঙ্গত চলতি বছরের মার্চেই লন্ডনে বোর্ড মিটিং রয়েছে আন্তর্জাতিক এফএ বোর্ডের। সেখানে লিখিতভাবে ফিফার নিয়মে বদল আনা হতে পারে। স্পোর্টসম্যানশিপ স্পিরিট বজায় রাখতেই এমনটা করা হবে। যাতে ছলচাতুরি করে গোলকিপার পেনাল্টি-টেকারকে বিভ্রান্ত না করতে পারেন, সেই বিষয়টি মাথায় রাখা হবে। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়