শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৮:১৪ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ ষোলর প্রথম ম্যাচে শনিবার নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র লড়বে

কাতার বিশ্বকাপ

এরফান আলম: কাতার বিশ্বকাপের শেষ ষোলোর খেলা শুরু হচ্ছে শনিবার। এই পর্বে বিজয়ী দল হাসতে হাসতে পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। অপর দল একবুক হতাশা নিয়ে বিদায় নিবে বিশ্বকাপ থেকে। প্রথম ম্যাচে মাঠে নামছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় রাত ৯টায় দুই দল মুখোমুখি হবে। একই দিনে অপর ম্যাচে রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। 

কোচ লুই ভান গালের দল নেদারল্যান্ডস আন্তর্জাতিক ফুটবলে টানা ১৮ ম্যাচ অপরাজিত। কাতার বিশ্বকাপে কোডি গাকপো গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে গোল করে নেদারল্যান্ডসের ফুটবল ইতিহাসে চতুর্থ রের্কড গড়েছেন। 

যুক্তরাষ্ট্র প্রথমবার ২০০২ সালে বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলো। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রথম চারটি প্রীতি ম্যাচ হেরে গিয়েছিলো। কিন্তু ২০১৫ সালে ববি উড ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে জিতিয়ে নিয়ে যায়।

নেদারল্যান্ডসের ডিফেন্ডার জেরেমি ফ্রিম্পং গোড়ালিতে ৩০ নভেম্বর আঘাত পায়। তবে তার পরের দিনেই আবার প্রশিক্ষণে ফিরে আসেন। মাথাইস ডে লিগত ও নেথেন একেকে এই ম্যাচটি খুব সাবধানে খেলতে হবে যাতে আর হলুদ কার্ড না পায় তা না হলে সম্ভাব্য কোয়ার্টার-ফাইনাল খেলতে পারবেন না তারা।
যুক্তরাষ্ট্রের জন্য, ইরানের বিরুদ্ধে গোল করার সময় আঘাত পেয়ে পেলভিক কনটুশনে ভুগছেন ক্রিশ্চান পুলিসিক। প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে তাকে। তিনি হাসপাতালের বিছানা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন ।  

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়