শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ১২:৪০ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়া কাপের ফাইনালে সিলেটে আসছেন সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপের শুরু থেকেই সিলেটের ক্রিকেট প্রেমীদের উন্মাদনা ছিল চোখের পড়ার মতো। এবার তাতে বাড়তি হিসেবে যোগ হতে যাচ্ছে সৌরভ গাঙ্গুলির নাম। টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতির।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। একইসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রও সৌরভের আসার কথা জানিয়েছেন। এসিসি সভাপতি জয় শাহও ফাইনালে উপস্থিত থাকবেন বলে তারা জানান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে ১৫ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল উপভোগের পর সৌরভ গাঙ্গুলি-জয় শাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন তারা।

এসিসির সভাপতি হিসেবে জয়ের এমনিতেই আসার কথা ছিল। সৌরভের আসা টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ হবে। এসিসি সূত্র বলছে, ফাইনালে সৌরভ ও জয় দুজনেরই আসার কথা রয়েছে। তারা পুরস্কার দেবেন। এ ছাড়া ম্যাচ উপভোগ করবেন। ইতোমধ্যে সৌরভের সিলেটে আসার বিমানের টিকিট কাটা হয়ে গেছে। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়