শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৭ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

ভারতের নারী ক্রিকেটারের টাকা-স্বর্ণ-ঘড়ি লন্ডনের হোটেল থেকে চুরি

তানিয়া ভাটিয়া

নাহিদ হাসান: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হারের পর সদ্য সমাপ্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাগতিকদেরকে হোয়াইটওয়াশ করেছে সফরকারী ভারত নারী ক্রিকেট দল। তবে এ সফরে থাকা ভারতের নারী উইকেটকিপার-ব্যাটার তানিয়া ভাটিয়ার রুম থেকে টাকা, স্বর্ণ ও ঘড়ি চুরি হয়েছে। ইন্ডিয়া টিভি

ওয়ানডে সিরিজ খেলার জন্য হারমানপ্রীতরা উঠেছিলেন লন্ডন ম্যারিয়ট হোটেল মাইডা ভেলে। আর এই হোটেলের ঘর থেকেই তানিয়ার ব্যাগ চুরি হয়। ব্যাগের মধ্যেই ছিল টাকাপয়সা, কার্ড, গহনাগাটি ও একাধিক ঘড়ি। এরকম ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে সোমবার বিকেলে টুইট করেন তানিয়া। এ ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষকে দায়ি করেছেন তিনি।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে টুইটারে ট্যাগ করে তানিয়া লিখেছেন, ‘ম্যারিয়ট হোটেল লন্ডন মাইডা ভেল ম্যানেজমেন্টের আচরণে আমি স্তম্ভিত ও হতাশ। যখন আমি ভারতের নারী ক্রিকেট দলের সাথে ছিলাম তখন কেউ একজন আমার ব্যক্তিগত রুমে ঢুকে আমার ব্যাগ চুরি করেছে। ব্যাগের মধ্যে নগদ অর্থ, কার্ড, একাধিক ঘড়ি ও গহনা ছিল। (হোটেল) একেবারেই অনিরাপদ।’

অপর এক টুইটে তানিয়া লিখেছেন, আশা করি দ্রুত এই বিষয়ে তদন্ত হবে এবং সমাধান হবে। ইসিবি ক্রিকেটের পছন্দের হোটেলে এরকম নিরাপত্তাহীনতা চমকে দেওয়ার মতো। আশা করি তারা এই বিষয়ে অবগত হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়