শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের জার্সি যেন তরমুজ, ভারতেরটা নিস্তেজ: কানেরিয়া

পাকিস্তান দলের নতুন জার্সি

স্পোর্টস ডেস্ক: নতুন জার্সি উন্মোচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন সেই জার্সির নাম তারা দিয়েছে থান্ডার। কিন্তু নতুন এ জার্সি মোটেও পছন্দ হয়নি পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়ার।

শুধু পাকিস্তান নয়, চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের জার্সিও ভালো লাগেনি কানেরিয়ার। মজার ব্যাপার হলো, দুই দলই নতুন জার্সিতে নিজেদের প্রথম ম্যাচ হেরে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রান করেও জয় পায়নি ভারত। ইংল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান।- জাগোনিউজ

দলের পারফরম্যান্স যাই হোক না কেন, জার্সিটি ভালো না লাগার কথা সোজাসাপটাই বলেছেন কানেরিয়া। তার কাছে পাকিস্তানের জার্সিকে তরমুজের মতো মনে হচ্ছে। অন্যদিকে ভারতের জার্সিকে নীল রঙ আরও গাঢ় না হওয়ায় নিস্তেজ বলছেন কানেরিয়া।

তিনি বলেছেন, প্রথমেই আমাকে পাকিস্তানের জার্সির কথা বলতে হবে। এটি দেখতে তরমুজ মনে হচ্ছে। একটা মোবাইল গেইম আছে ফ্রুট নিনজা নামে। যেখানে ফল কাটতে হয়। দেখে মনে হচ্ছে বাঙ্গি ও তরমুজের সংমিশ্রণে এ জার্সি বানানো হয়েছে। এটি গাঢ় সবুজ হওয়া উচিত।

এসময় ভারতের জার্সির সমালোচনা করে তিনি আরও বলেন, ভারতীয় দলের জার্সিটিও হালকা রঙের। এটি অবশ্যই গাঢ় রঙের হওয়া উচিত। এতে একটা উচ্ছ্বাস বোঝা যায়। কিন্তু নিস্তেজ কালার পরলে দেখতেও নিস্তেজ লাগে। যেমনটা নিজেদের বোলিংয়ে নিস্তেজ হয়ে পড়েছে ভারত। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: নাহিদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়