মাকসুদ রহমান: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজস্ব কার্যালয়ে ষষ্ঠ বৈঠকের পর পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের দায়িত্ব দেয় অস্ট্রেলিয়ার পপুলাস আর্কিটেক্টকে। দায়িত্ব দেওয়ার জন্য বিসিবির পছন্দের তালিকায় ছিল অস্ট্রেলিয়ার দুইটি বড় কোম্পানি। যার একটি পপুলাস আর্কিটেক্ট আর অপরটি কক্স আর্কিটেক্ট।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, পপুলাস আর্কিটেক্ট ও কক্স আর্কিটেক্ট উভয়েই সুখ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান। উভয়েরই বিশ্বে বিখ্যাত স্টেডিয়াম নিমার্ণের খ্যাতি রয়েছে।
কৌশল ও অর্থনৈতিক দিক থেকে পপুলাস আর্কিটেক্ট ভাল অবস্থানে আছে। এই দৃষ্টি থেকেই আমরা পপুলাস আর্কিটেক্টকে স্টেডিয়ামটি নির্মাণের নকশা এবং পরামর্শদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দিয়েছি।