বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ক্যাপিটালস তাদের শক্তি বাড়াল ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ওডিন স্মিথকে দলে টেনে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সরাসরি চুক্তিতে এই ক্যারিবীয় হার্ড-হিটারকে দলে নেয়ার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে এটিই স্মিথের প্রথম অংশগ্রহণ।
মূলত সীমিত ওভারের ফরম্যাটের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ওডিন স্মিথ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ। আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, সিপিএল, এসএ টোয়েন্টি এবং আইএল টি-টোয়েন্টিসহ বিশ্বের নামকরা সব টুর্নামেন্টে তিনি খেলেছেন।
২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় স্মিথের। এখন পর্যন্ত উইন্ডিজের জার্সিতে তিনি ৯টি ওয়ানডে এবং ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন। এই বোলিং অলরাউন্ডার তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৭ উইকেট নেয়ার পাশাপাশি ৩৯২ রান করেছেন। যদিও তিনি জাতীয় দলের জার্সিতে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালে, তবে বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা তার রয়েছে।
গত আসরে তেমন ভালো করতে না পারলেও, এবারের আসরের আগেই ভালোভাবে দল গুছিয়ে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। নিলামের আগে তারা দেশি তারকাদের মধ্যে সাইফ হাসান এবং গতি তারকা তাসকিন আহমেদকে ধরে রেখেছে। এর পাশাপাশি বিদেশিদের মধ্যে সরাসরি চুক্তিতে পাকিস্তানি ব্যাটার উসমান খান, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস এবং পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে তারা। সেই তালিকায় এবার যোগ হলো ওডিন স্মিথের নাম।
দলটির কোচিং প্যানেলও চূড়ান্ত করা হয়েছে। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারকে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে। প্রধান কোচের দায়িত্ব পালন করবেন টবি রেডফোর্ড, যিনি বিসিবির এইচপি দলের সঙ্গে কাজ করেছেন। সিনিয়র সহকারী কোচ হিসেবে থাকবেন মাহবুব আলী জ্যাকি এবং সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে গোলাম মর্তুজাকে।