স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সিতে এক বছরের বেশি সময় ধরে মাঠে নামার সুযোগ পাননি সাকিব আল হাসান। দেশের হয়ে আর খেলার সুযোগ পাবেন কি না, তা নিয়েও আছে যথেষ্ট সন্দেহ। তবে এখনও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর আশা ছাড়েনি বিশ্বসেরা এই অলরাউন্ডার। জানিয়েছেন ঘরের মাঠে তিন ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছার কথা।
রোববার ইউটিউবে প্রচারিত ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলীর ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে অবসর নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন সাকিব।
আমি এখনও আনুষ্ঠানিকভাবে সব ফরম্যাট থেকে অবসর নেইনি। এবারই প্রথম এই বিষয়টি আমি জানাচ্ছি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ মানে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে অবসরে যাওয়া।
মানে আমি একটি সিরিজেই সব ফরম্যাট থেকে বিদায় নিতে পারি। সেটা টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ানডে, টেস্ট হতে পারে আবার টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিও হতে পারে। যেভাবেই হোক আমার সমস্যা নেই। আমি চাই পুরো একটি সিরিজ খেলে অবসর নিতে। এটাই আমার চাওয়া।
২০২৪ সালের মে মাস থেকে বাংলাদেশের বাইরে আছেন সাকিব। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আর দেশে ফেরেননি ওই সরকারে সংসদ সদস্য ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে দেশের বাইরে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছিলেন তিনি।
গত বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে সাকিব জানান, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি এই ফরম্যাটের শেষ ম্যাচ খেলে ফেলেছেন এবং অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সাকিবের সেই ইচ্ছা পূরণ হয়নি। তখন থেকেই জাতীয় দলের বাইরে আছেন একসময়ের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার।
জাতীয় দলের বাইরে থাকলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব।
দেশের হয়ে আবার খেলার মতো ফিট থাকতেই এসব লিগে খেলছেন দাবি করে বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, আমি আশাবাদী। এ জন্যই আমি টি-টোয়েন্টি লিগগুলো খেলছি। আমি মনে করি, এটা হবে।
সমর্থকদের বিদায় বলার ব্যাপার এটি। তারা সব সময় আমার পাশে ছিল। এটা তাদেরকে কিছু ফেরত দেওয়ার বিষয়। ঘরের মাঠে একটি সিরিজ খেলে।