স্পোর্টস ডেস্ক : গত মাসটা দারুণ কাটিয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে নিয়েছেন আড়াইশোর ওপরে উইকেট। বাঁহাতি স্পিনারদের মধ্যে তার চেয়ে কম ম্যাচ আড়াইশো উইকেট নিতে পারেনি আর কেউ।
গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই বল হাতে সফল ছিলেন তাইজুল। নিয়েছিলেন ১৩ উইকেট। যার ফল স্বরুপ আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন টাইগার এ স্পিনার।
কয়েকদিন আগে ভারতকে তাদের মাটিতেই টেস্টে ২-০ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচেই প্রোটিয়াদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সাইমন হারমার। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।
প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে হারমার শিকার করেন ৯ উইকেট। তাতেই মাস সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন প্রোটিয়া এ স্পিনার।
এদিকে নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। গত মাসটা দুর্দান্ত কাটিয়েছেন এই অলরাউন্ডার।
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজে ১০৪ রান করার পাশাপাশি ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও নভেম্বর মাসে টি-টোয়েন্টিতে ৫২ রান ও ১১ উইকেট শিকার করেছেন নওয়াজ। তাতেই আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি।