স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৪ কোটি টাকারও বেশি আয় করেছে এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচ থেকে। তবে এর মধ্যে বাফুফের সবচেয়ে বেশি আয় হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে। গত ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে বাফুফে আয় করেছে ১ কোটি ৮৮ লাখ টাকা।
গত ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংকে আতিথ্য দিয়েছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচটা ছিল উত্তেজনায় ভরপুর। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। যদিও পরের ম্যাচে হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করেছিল হামজা-শমিতরা।
ম্যাচটা হারলেও আয়ের দিক থেকে কমতি ছিল না বাফুফের। হংকংয়ের বিপক্ষে সে ম্যাচ থেকে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির আয় হয়েছে ১ কোটি ২ লাখ টাকা।
তার আগে সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচেও শেষের দিকে গোল হজম করে পয়েন্ট খোয়াতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। ম্যাচটা তারা হেরেছিল ২-১ গোলের ব্যবধানে। সে ম্যাচ থেকে বাফুফের আয় ১ কোটি ১৫ লাখ টাকা। এই তিন ম্যাচ থেকে বাফুফের মোট আয় ৪ কোটি ৫ লাখ টাকা।
হামজা-শমিতরা আসায় দেশের ফুটবলে নতুন করে তৈরি হয়েছে জোয়ার। সেই সঙ্গে জাতীয় দলে যুক্ত হয়েছেন জায়ান আহমেদ, ফাহামেদুল ইসলাম, কিউবা মিচেলের মতো ফুটবলাররা। যে কারণে দেশের ফুটবলে ফিরেছে প্রাণ।