শিরোনাম
◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা ২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক। বৈশ্বিক এই টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। গ্রুপপর্বের কিছু ম্যাচ হবে মেক্সিকোতে। 

উত্তর আমেরিকার এই দেশটির একটি ভেন্যু আক্রন স্টেডিয়াম। চারটি গ্রুপ-পর্বের ম্যাচ আয়োজনের কথা রয়েছে এখানে। 

তবে মেক্সিকোর আক্রন স্টেডিয়ামকে ঘিরে রক্ত হিম করার মতো তথ্য পাওয়া যাচ্ছে। মেক্সিকোর জলিস্কো প্রদেশের এই স্টেডিয়ামের আশেপাশে এলাকা থেকে শত শত ব্যাগভর্তি মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। গত সেপ্টেম্বরে আরও মানবদেহের অবশিষ্টাংশের খোঁজ পাওয়ার পর জলিস্কোকে বিশ্বকাপের আয়োজক শহর রাখা নিয়ে উদ্বেগ বেড়েছে। -- টি স্পোর্টস

অনুসন্ধানকারী দলগুলো নিশ্চিত করেছে যে এই মৃতদেহগুলোর সঙ্গে আপরাধী গোষ্ঠীর সংযোগ রয়েছে, আর জলিস্কো হলো মেক্সিকোর অন্যতম শক্তিশালী কার্টেলের কেন্দ্র। মূলত মেক্সিকোর মাদক পাচার চক্র পরিচিত কার্টেল নামে।

মেক্সিকোতে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে

মেক্সিকোর রাজ্য জলিস্কোতো সক্রিয় নিউ জেনারেশন কার্টেল নামে পরিচিত মাদক চক্র। এই কার্টেলকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন। মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী কার্টেলগুলোর মধ্যে এটি অন্যতম। ভূরাজনৈতিক বিশ্লেষণ সংস্থা ‘স্ট্রার্টফর’ এর তথ্য অনুযায়ী এটি দেশের সবচেয়ে আগ্রাসী কার্টেল।

এই বছরের শুরুতে, হাজার হাজার মেক্সিকোর নাগরিক রাস্তায় নেমে দেশের ১ লাখ ৩০ হাজারের বেশি নিখোঁজ ব্যক্তির খোঁজের জন্য প্রতিবাদ করেন। এদের মধ্যে বেশিরভাগ নিখোঁজ হয়েছে তখনকার প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরনের ‘ড্রাগ যুদ্ধ’ শুরুর পর থেকে।

মেক্সিকোর বাকি রাজ্যের মধ্যে জলিস্কোতেই নিখোঁজের সংখ্যা সর্বাধিক। দেশটির সামগ্রিক অপরাধের হারে শীর্ষ চারটি রাজ্যের মধ্যে এই রাজ্যের অবস্থান সবার ওপরে। মেক্সিকোর ন্যাশনাল সার্চ কমিশন অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে জলিস্কোতে ৭,৩৭৬ জন নিখোঁজ হয়েছেন। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়েছে, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে আরও ৯,৫৯৩ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

নিখোঁজের ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে—প্রায় ছয় মাসের মধ্যে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য রাজ্যটি কতটা প্রস্তুত?

অবশ্য তদন্তকারীরা নিরাপত্তা বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। যার মধ্যে রয়েছে ৩ হাজার অতিরিক্ত নজরদারি ক্যামেরা, বর্মবাহিত যানবাহন, মেটাল ডিটেক্টর এবং ন্যাশনাল গার্ড মোতায়েন।

বিশ্বকাপের আগে চিভাস দে গুয়াদালাহারার হোম স্টেডিয়াম আক্রন আরও আয়োজন করবে আগামী মার্চের ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ম্যাচগুলোও। সেখানে নিউ ক্যালেডোনিয়া মুখোমুখি হবে জ্যামাইকা, আর এই ম্যাচের বিজয়ী খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে। এই ম্যাচের বিজয়ী দল জায়গা পাবে বিশ্বকাপের মূল পর্বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়