শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারত নারী বিশ্বকাপ জিতলে ক্রিকেটার জেমাইমার গিটারের তাল মিলিয়ে গান গাই‌বেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : জেমাইমা রড্রিগেজ। গোটা ভারতের নয়নের মণি এখন তিনি। অসাধ্যসাধন করেছেন। তাঁর ব্যাটিংয়ের কাছেই হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে শতরানের পর গিটারের মতো করে সেলিব্রেশন করেছেন জেমাইমা। তবে বাস্তবেও খুব ভাল গিটার বাজান জেমাইমা। আর ভারত বিশ্বকাপ জিতলে জেমাইমার গিটারের সঙ্গে গান গাইতে চান সুনীল গাভাস্কার।

এর আগে একবার এই জুটিকে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। সানি–জেমি জুটি ঝড় তুলে দিয়েছিলেন বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ভারত যদি বিশ্বকাপ জেতে, তাহলে আবার এই জুটিকে মঞ্চে দেখা যাবে। সেরকমই কথা দিয়েছেন গাভাস্কার। --- আজকাল

গাভাস্কা‌রের কথায়, যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে আমি জেমাইমার সঙ্গে একটা গান গাইব। যদি ও রাজি থাকে তাহলে। 

জেমাইমা গিটার বাজাবে, আমি গান গাইব। কয়েক বছর আগে বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একবার গান করেছিলাম। একটা ব্যান্ড গান গাইছিল, আমরা ঠিক করি ওদের সঙ্গে গান করব। জেমাইমা গিটার বাজাচ্ছিল আর আমি এই গলা নিয়ে গান গাইছিলাম। 

যদি ভারত বিশ্বকাপ জেতে তাহলে আবার সেটা করতে চাই। যদি ও আমার মতো একজন বয়স্ক মানুষের সঙ্গে গানবাজনা করতে রাজি হয়, তাহলে আমিও রাজি।

এদিকে, রোববার নারী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। সামনে দক্ষিণ আফ্রিকা। যারা এই প্রথমবার ফাইনালে উঠল। ভারত এর আগে দু’‌বার ফাইনালে উঠলেও একবারও বিশ্বকাপ জিততে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়