শিরোনাম
◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার ◈ ব্রাজিলের রোনালদো বল‌লেন, ক্রিশ্চিয়ানো ‌রোনাল‌দো সর্বকালের সেরা নয় ◈ কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে: ডিএমপি কমিশনার (ভিডিও) ◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ◈ যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও)

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০২:২৩ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর সাত গোলের লড়াইয়ে শেষ মুহূর্তে হারের ফলে জামাল-হামজাদের জন্য এশিয়ান কাপের পথ আরও কঠিন হয়ে উঠেছে। তবে এখনো কাগজে-কলমে আশা টিকে আছে।

প্রথম তিন ম্যাচে জয়হীন থাকার কারণে এখন বাংলাদেশের সামনে কোনো বিকল্প নেই—বাকি তিনটি ম্যাচেই জয় পেতে হবে। এর একটি ম্যাচেও হারলে বা পয়েন্ট খোয়ালে এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যাবে।

বাংলাদেশ রয়েছে একটি চতুর্দলীয় গ্রুপে, যেখানে বাকি তিন দল হলো হংকং, ভারত এবং সিঙ্গাপুর। বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী, হংকং রয়েছে শীর্ষে, সিঙ্গাপুর দ্বিতীয় স্থানে, এরপর ভারত এবং সর্বনিম্নে বাংলাদেশ।

বাংলাদেশকে এখন যেসব দলের বিপক্ষে খেলতে হবে

১৪ অক্টোবর: হংকং (প্রত্যাবর্তী ম্যাচ, হংকংয়ে)

১৮ নভেম্বর: ভারত (ভারতের মাঠে)

৩১ মার্চ ২০২৬: সিঙ্গাপুর (বাংলাদেশের মাঠে)

তিনটি ম্যাচেই জয় পেলেও শুধু তা যথেষ্ট নয়। সেক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি নজর রাখতে হবে বাকি দলের ফলাফলের ওপরও। বিশেষ করে সিঙ্গাপুরের পারফরম্যান্স হবে খুবই গুরুত্বপূর্ণ।

যদি সিঙ্গাপুর বাংলাদেশের কাছে হারে এবং বাকি ম্যাচগুলোতে জয় না পায় (অর্থাৎ হার বা ড্র করে), তাহলে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি, ভারত যদি সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত একটি ম্যাচ ড্র করে এবং হংকং সব ম্যাচ জিতে শীর্ষে থাকে, তবে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করে পরবর্তী পর্বে যেতে পারে।

এই সমীকরণ অনুযায়ী, হংকংয়ের জয় বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে—শর্ত হচ্ছে, হংকংয়ের বিপক্ষে বাকি ম্যাচে বাংলাদেশকেও জিততে হবে।

সব মিলিয়ে, বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন এখনো বেঁচে আছে, তবে তা টিকে আছে কঠিন এক সমীকরণের ওপর। প্রতিটি ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দলের ফলাফলেও বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে।

ফুটনোট:

বাংলাদেশের পরবর্তী তিনটি ম্যাচের সময় ও প্রতিপক্ষ—

১৪ অক্টোবর: হংকং (অ্যাওয়ে)

১৮ নভেম্বর: ভারত (অ্যাওয়ে)

৩১ মার্চ ২০২৬: সিঙ্গাপুর (হোম)

একটিও পা হড়কালেই, নিভে যেতে পারে বাংলাদেশের স্বপ্ন। এখন দেখার পালা, এই কঠিন সমীকরণে জামাল-হামজারা কতদূর এগোতে পারেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়