শিরোনাম
◈ ই-কমার্সে প্রতারণা ঠেকাতে আসছে নতুন আইন, থাকছে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা ◈ বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবে: তারেক রহমান ◈ কী ছিল শি জিনপিংয়ের গোপন চিঠিতে, যার ফলে ভারত ও চীন সম্পর্কে বরফ গলে  ◈ নুরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক: প্রেস সচিব (ভিডিও) ◈ আইসিইউতে নুরুল হক নুর: সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক ◈ নুরকে হাসপাতালে দেখতে এসে অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুল ◈ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টায় ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা ও বল প্রয়োগ করে: আইএসপিআর ◈ নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও) ◈ পল্টনে ফের র.ক্তা.ক্ত সংঘর্ষ: হলুদ হেলমেটধারীরা কারা?" ◈ মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ০৩:১৪ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

৩ কো‌টি ১৭ লাখ টাকায় বিক্রি হলো স‌্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টু‌পি

স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্যাডম্যান। তার পরিহিত একটি ব্যাগি গ্রিন টেস্ট টুপি শুক্রবার (২৯ আগস্ট) ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে (যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ১৭ লাখ ৬৬ হাজার টাকার বেশি) বিক্রি হয়েছে।

অ‌স্ট্রেলিয়ার সাবেক এ ক্রিকেটারের ব্যাগি গ্রিন টুপিটি কিনেছে সে দে‌শের জাতীয় জাদুঘর। ক্যানবেরায় অবস্থিত জাদুঘরটি ফেডারেল সরকারের আর্থিক সহায়তায় টুপিটি সংগ্রহ করেছে, যেখানে সরকার অর্ধেক খরচ বহন করেছে। --- ডেই‌লি ক্রিকেট

এই ব্যাগি গ্রিনটি ১৯৪৬-৪৭ সালের অ্যাশেজ সিরিজে পড়েছিলেন স্যার ডন ব্র‌্যাডম্যান। তখন অজি এ ক্রিকেটার দলটির অধিনায়কও ছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে সেটিই ছিল প্রথম সিরিজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়লাভ করে। বাকি দুই ম্যাচ হয়েছিল ড্র।

অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক বলেন, ‘টুপিটি কেনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদ সংরক্ষিত হলো।

তিনি আরও বলেন, ‘আপনি এমন কোনো অস্ট্রেলিয়ান খুঁজে পাবেন না, যিনি মহান ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেননি। তাকে নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্রিকেটার বলা হয়। এখন তার অন্যতম আইকনিক ব্যাগি গ্রিন জাতীয় জাদুঘরে প্রদর্শিত হবে, যেখানে দর্শনার্থীরা কাছ থেকে দেখার পাশাপাশি আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।’

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপির মধ্যে এটি মাত্র ১১টির একটি। এর মধ্যে একটি রয়েছে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে, বাকি নয়টির অবস্থান ব্যক্তিগতভাবে সংরক্ষিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়