স্পোর্টস ডেস্ক : 'তারুণ্যের উৎসব' উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের রুপসা জোনের ফাইনাল নিশ্চিত করেছে সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ এবং নড়াইল। পুরুষ বিভাগের ফাইনালে লড়বে সাতক্ষীরা ও খুলনা।
অন্যদিকে, নারী বিভাগে শিরোপার জন্য মুখোমুখি হবে ঝিনাইদহ ও নড়াইল। আগামীকাল এই দুই বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
যশোর জিমনেশিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা দুর্দান্ত খেলে ৪৩-২৫ পয়েন্টের ব্যবধানে হারায় নড়াইলকে। দ্বিতীয় সেমিফাইনালে খুলনা ৩৩-২৯ পয়েন্টে স্বাগতিক যশোরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
নারী বিভাগের সেমিফাইনালগুলো ছিল আরও একতরফা। প্রথম সেমিফাইনালে ঝিনাইদহ ৬২-১৬ পয়েন্টের বিশাল ব্যবধানে স্বাগতিক যশোরকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে নড়াইল ৬৪-৭ পয়েন্টে কুষ্টিয়াকে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে।
এবারের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরো দেশকে আটটি ভিন্ন জোনে ভাগ করা হয়েছে। রুপসা জোনে পুরুষ বিভাগে পাঁচটি এবং নারী বিভাগে সাতটি দল অংশ নেয়। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দলগুলো আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপে খেলবে। সেখান থেকে চারটি সেমিফাইনালিস্ট দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। রুপসা জোনের আগে পদ্মা, তিস্তা ও ব্রহ্মপুত্র জোনের খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। - প্রেসবিজ্ঞপ্তি