শিরোনাম
◈ বাবার ‘আদেশে’ এক ভাইয়ের চোখ তুলে নিলেন অপর দুই ভাই ◈ আজ ভোটের রোডম্যাপ: প্রবাসী ভোট থেকে সীমানা নির্ধারণে অগ্রাধিকার ◈ বাহুবলী: দ্য এপিক, ৫ ঘণ্টা ২৭ মিনিটের দীর্ঘতম সিনেমা ◈ দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা ◈ ১১৪ সরকারি হাসপাতালে চালু হচ্ছে চিকিৎসা যন্ত্রপাতির ডিজিটাল পর্যবেক্ষণ ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা ◈ অনলাইন জুয়ার দাপট ঠেকাতে বিল পাস, ভারতে নিষিদ্ধ ৫ অ্যাপ ◈ রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল ◈ বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ◈ প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যা বললেন ডিএমপি

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৫, ০৪:০৫ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সিদ্ধান্ত পাকা, র‌বিচন্দ্রন অ‌শ্বিন আর আইপিএল খেল‌বেন না 

স্পোর্টস ডেস্ক :  রবিচন্দ্রন অশ্বিনকে আইপিএলের অন্যতম সেরা স্পিনার ধরা হয়।  ১৬ আসরে খেলেছেন পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। সেই অশ্বিন হঠাৎ বুধবার (২৭ আগস্ট) আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

নিজের অবসরের ঘোষণা দিয়ে অশ্বিন নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বিশেষ দিন এবং শুরুটাও বিশেষ। সবাই বলেন, সব সমাপ্তির পরই থাকে নতুন শুরু, আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হচ্ছে আজ। কিন্তু বিভিন্ন লিগে খেলাটির অনুসন্ধানকারী হিসেবে আমার যাত্রাও শুরু হচ্ছে আজ থেকে।

সেই পোস্টে অশ্বিন আরও লিখেছেন, ‘দারুণ কিছু স্মৃতি ও সম্পর্কের জন্য সব ফ্র্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ এবং বিশেষ করে আইপিএল ও বিসিসিআইকে, কারণ তারা আমাকে এখন পর্যন্ত যা দিয়েছে। সামনে যে সময়টা পড়ে আছে সেটা উপভোগ ও স্বদ‌্যব্হার করতে চাই।

চেন্নাই সুপার কিংসের হয়ে সবশেষ আইপিএল মৌসুম খেলেছেন অশ্বিন। যদিও মৌসুমটা ভালো কাটেনি তার। ৯ ম্যাচ খেলে নিয়েছিলেন মাত্র ৭ উইকেট। গত কয়েকমাস ধরেই চেন্নাইয়ের কাছে অশ্বিন জানতে চেয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজিটির আগামীর পথে তাকে রাখা হবে কিনা। তবে চেন্নাই থেকে কোনো সাড়া না আসায় অবশেষে অবসরের ঘোষণা দিলেন তিনি।

আইপিএলে ২২১ ম্যাচে অশ্বিনের উইকেট ১৮৭টি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। চেন্নাই ছাড়াও অশ্বিন খেলেছেন রাজস্থান, পুনে, পাঞ্জাব কিংস এবং দিল্লির হয়ে।

আইপিএলের মতো গত ডিসেম্বরেও হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন অশ্বিন। বর্ডার-গাভাস্কার সিরিজের মাঝামাঝি সময়ে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সি এই স্পিনার। 

অশ্বিন ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন। ভারতের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তথ‌্যসূত্র, সময়‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়