শিরোনাম
◈ এশিয়া কাপসহ বড় আস‌রে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে খেল‌বে ভারত, ত‌বে দ্বিপাক্ষীক‌ ক্রিকেট নয়  ◈ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ আমার স্ত্রীকে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ধর্ষণ করেছিলেন: ভারতের অবসরপ্রাপ্ত কর্নেল অমিত কুমার ◈ এবার বিমানের চাকা চুরি করে অন্য এয়ারলাইনসে বিক্রি! ◈ সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু ◈ কোরআন ছুঁয়ে শপথ, ইসলাম কী বলে? ◈ যে মন্তব্যের কারণে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে বরখাস্ত মার্কিন মুখপাত্র শাহেদ গোরেশি ◈ নির্বাচনি জোট গঠনের চেষ্টায় জামায়াত: অধিকাংশ ইসলামি দলের না ◈ ইসরা‌য়েল‌কে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি এআইএসির ◈ বিকা‌লে সাফ ফুটব‌লে শ‌ক্তিশালী ভারতের মুখোমুখি  বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ান অ‌্যা‌লেক্স রস এবা‌রো বি‌পিএ‌লে খেল‌তে চান 

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে এখন পর্যন্ত দুবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন অ্যালেক্স রস। সুযোগ পেলে আসন্ন বিপিএলেও নাম লেখাতে চান অস্ট্রেলিয়ার এই ব্যাটার। বিপিএলের আগামী নিলামে কেউ দলে নিক, এমনটাই প্রত্যাশা তার। -- ক্রিক‌ফ্রেঞ্জি

২০২৩-২৪ সালের বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছিলেন রস। বিপিএল খেলতে এসে প্রথম আসরেই বাজিমাত করেন তিনি। ১১ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরিসহ প্রায় ১৩৫ স্ট্রাইক রেটে ৩৫২ রান করেন এই মারকুটে ব্যাটার।

এরপরের আসরের বিপিএলে অবশ্য সেভাবে সুবিধা করতে পারেননি রস। খুলনা টাইগার্সের হয়ে আট ম্যাচে মোটে ১০৮ রান করেন তিনি। স্ট্রাইক রেটও ছিল একশ'র নিচে। এমন ব্যর্থ আসরের পরও আগামী বিপিএলে খেলতে মুখিয়ে আছেন রস।

রস বলেন, 'বিপিএলে এখন পর্যন্ত দুটি আসরে খেলেছি। একবার ঢাকা আর গত বছর খেলেছি খুলনার হয়ে। আমি এই টুর্নামেন্টটা খুব পছন্দ করি। খুবই আবেগপ্রবণ একটা লিগ। মানুষজন, দর্শকরা অসাধারণ। 

উইকেটগুলো আমাদের অস্ট্রেলিয়ার চেয়ে চ্যালেঞ্জিং, কিন্তু আমি নিজের চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং স্পিনারদের বিরুদ্ধে নিজেকে প্রতিদ্বন্দ্বিতার যোগ্য মনে করি।

ওখানে খেলতে আমার ভালোই লাগে এবং এটা আমার সূচির সঙ্গেও ভালোভাবে মানিয়ে যায়। আশা করি বিপিএলে কেউ আমাকে দলে নেবে। আমি ফিরতে চাই। খুলনা ভালো ছিল, আগের বছর ঢাকাও ভালো ছিল। তাই যেখানেই সুযোগ পাই, সেটা দারুণ হবে।

খুলনার হয়ে শেষবার বিপিএল খেলার সময় রসের সঙ্গে একই দলে খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। বাংলাদেশের তরুণ এই উইকেটরক্ষকের খেলা বেশ উপভোগ করেন রস। এ ছাড়া সাকিব আল হাসানকেও 'কিংবদন্তি' বলছেন এই অস্ট্রেলিয়ান।

রস বলেন, অঙ্কন আমাদের জন্য এই বছর খুলনায় অসাধারণ ছিল। সে এখনও ছোট, কিন্তু প্রথম বল থেকেই ছক্কা হাঁকাতে পারে। তাই আমি অপেক্ষায় আছি কয়েক দিনের মধ্যে তার বিপক্ষে খেলার জন্য, যখন আমরা বাংলাদেশের বিপক্ষে খেলব।

আমি অঙ্কনকে পছন্দ করি। আমি সাকিবের সঙ্গেও কিছুটা খেলেছি। ও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। অবশ্যই সে অনেক দিন ধরেই একজন কিংবদন্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়