শিরোনাম
◈ ইইউ বাজারে ১৭.৯% রপ্তানি প্রবৃদ্ধি, বাংলাদেশের আয় ১০.২৯ বিলিয়ন ইউরো ◈ গণঅভ্যুত্থান, শোকবার্তা ও সমালোচনার মুখে শাকিব খান: দিলেন স্পষ্ট ব্যাখ্যা ◈ ‘জুলাই সনদ’ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি ◈ চারদিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ‘মওলানা ভাসানী সেতু’: বদলে যাবে গাইবান্ধা-কুড়িগ্রামের অর্থনীতি ও যোগাযোগ ◈ টানা বৃষ্টিতে হ্রদের পানি বিপদসীমায়, আবারো খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট ◈ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল ◈ সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন ◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৪:৪৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বন্ধু মেসির সঙ্গে অবসর নি‌তে চান লুইস সুয়ারেস

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও লুইস সুয়ারেস জুটির শুরুটা হয়েছিল বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে একসঙ্গে ছয় বছর খেলার পর মাঝে বিচ্ছেদ হয়েছিল এই জুটির। গত বছর থেকে ইন্টার মায়ামির হয়ে আবারও একসঙ্গে মাঠ মাতাচ্ছেন এই দুই তারকা। 

দু’জনই ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে থাকায় মেসির সঙ্গে মাঠের ফুটবল থেকে বিদায় নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সুয়ারেস। -- অলআউট স্পোর্টস

লিভারপুল ছেড়ে ২০১৪ সালে বার্সেলোনায় পাড়ি জমান সুয়ারেস। উরুগুয়ের এই ফরোয়ার্ড সেখানে সতীর্থ হিসেবে পান মেসিকে। দলের অসংখ্য সাফল্যে অবদান রাখেন একসঙ্গে। তবে ২০২০ সালের সেপ্টেম্বরে এক প্রকার বাধ্য হয়ে সুয়ারেসকে কাতালান ক্লাবটি ছাড়তে হলে তখনকার মতো শেষ হয় এই জুটির পথচলা।

২০২৩ সালের জুলাইয়ে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তার টানেই মূলত ২০২৪ সালে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে যোগ দেন সুয়ারেস। এরপর যুক্তরাষ্ট্রেও নিজেদের সেরা সময়ের ঝলক দেখাতে শুরু করেন তারা।

দু’জনেরই বয়স এখন ৩৮। আর তাই ঘুরেফিরে প্রায়ই উঠে আসে তাদের অবসরের প্রসঙ্গটিও। এ বিষয়ে মঙ্গলবার নিজের ইচ্ছার কথা শোনানোর পাশাপাশি সুয়ারেস জানান, একজনের ভবিষ্যৎ অন্যজনের ওপর নির্ভর করছে না।

আমরা দু’জনই এখন যথেষ্ট বয়স্ক। আমাদের প্রত্যেকেরই সিদ্ধান্ত নিজেদের মতো করে নিতে হবে, যা আমাদের জন্য ব্যক্তিগতভাবে ভালো হবে। আমার ক্ষেত্রে আমি এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমি শুধু বলতে পারি, আমি ওর সঙ্গে অবসর নিতে চাই কারণ আমরা বহু বছর ধরে একসঙ্গে অবসরের কথা বলছি। আর সেটা ঘটতেও পারে। তবে এটা আমার চুক্তি নবায়ন, ওর নবায়ন- সবকিছুর ওপর নির্ভর করছে। সময়মতো আমরা সঠিক সিদ্ধান্ত নেব।"

মায়ামির সঙ্গে মেসি ও সুয়ারেস দু’জনেরই চুক্তি শেষ হবে এমএলএসের ২০২৫ মৌসুম শেষে। তবে ক্লাব ও মেসির মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলার বিষয়টি ইএসপিএনকে নিশ্চিত করেছে সূত্র। উভয় পক্ষই মাঠ ও মাঠের বাহিরে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী।

আপাতত বর্তমানেই মনোযোগ দিতে চাওয়া সুয়ারেস বলেন, “সত্যি বলতে আমি খুশি, ভালো আছি, শারীরিকভাবে ভালো অনুভব করছি। 

আমি মনে করি আমি দলকে সাহায্য করছি। ক্লাব যদি চায়, কোনো সমস্যা হবে না। কারণ এখানে এমন কিছু নেই যা বাঁধা হয়ে দাঁড়াবে। তবে আমাদের দু’জনকে একই পথে থাকতে হবে, ইন্টার যেন ক্লাব হিসেবে বেড়ে ওঠে, ভালো খেলোয়াড় আনা অব্যাহত থাকে, আর লিগ যেন বাড়তে থাকে- এটা গুরুত্বপূর্ণ।

সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি এখন অথবা বছরের শেষে আসতে পারে। ফুটবলে সবসময় পরিকল্পনা থাকে, কখনও ভালো হয়, কখনও খারাপ হয়। তবে আমার যা করতে হবে, তা হলো এই ছোট সময়টুকু এখানে, ইন্টার মায়ামিতে উপভোগ করা। এরপর দেখা যাবে কী হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়