শিরোনাম
◈ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য খরচে: ইউআরপি ও ডিএলআর প্ল্যাটফর্মে নিরাপদ ও সরাসরি নিয়োগ নিশ্চিত ◈ অসংক্রামক রোগ প্রতিরোধে জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ জামায়াতে ইসলামী’র পুনরুত্থানে বাংলাদেশ রাজনীতি ডানমুখী হচ্ছে ◈ সুখবর: মার্কিন শুল্ক নীতির কারণে চীন-ভারত থেকে বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে গার্মেন্ট অর্ডার ◈ কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ◈ কাগজ দেওয়ার নাম করে বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে চড় মারেন যুবক ◈ দীর্ঘায়ুর মানচিত্রে নতুন সংযোজন সিঙ্গাপুর, স্বাস্থ্যনীতি ও টেকসই নগরায়ণে বিশ্বের ষষ্ঠ ‘ব্লু জোন ◈ এবার বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল, বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর ◈ রোনালদোর আল নাসর সৌদি সুপার কাপের ফাইনালে ◈ দেশের ৭ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্প‌্যা‌নিশ লি‌গে ‌রিয়াল মা‌দ্রিদের ক‌ষ্টের জয়

স্পোর্টস ডেস্ক : অ‌নেক চড়াই উতরাই পে‌রি‌য়ে জ‌য়ের দেখা পে‌লো রিয়াল মা‌দ্রিদ। তাও আবার শেষ সম‌য়ের পেনা‌ল্টি থে‌কে। লা লিগায় মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ওসাসুনাকে ১-০ গোলে হারি‌য়ে দেয়  রিয়াল মা‌দ্রিদ। পেনাল্টি থেকে দলকে একমাত্র জয়সূচক গোলটি এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বল দখল, আক্রমণ, কিংবা গোলের লক্ষ্যে শট; সবকিছুতেই আধিপত্য ছিল রিয়ালের। ৭১ শতাংশ সময় বল দখলে রেখে, ১৮টি শট নিয়ে ৫টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছে তারা। 

বিপরীতে ২টি শট নিলেও সেগুলো লক্ষ্য বরাবর ছিল না ওসাসুনার। কিন্তু আধিপত্য দেখালেও জয় তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছে শাবি আলোনসোর শিষ্যদের।

প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। অবশ্য উল্লেখ করার মতো আক্রমণ চালাতেও পারেনি তারা। কেবল ২৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শট নিয়েছিলেন এদের মিলিতাও। কিন্তু বক্সে পরে লাফিয়ে ওঠা বলটিকে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ওসাসুনার গোলরক্ষক সার্জিও এরেরা।
 
বিরতির পর সাফল্যের দেখা পায় রিয়াল। বক্সে এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি উপহার দেন ক্রুজ। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা। 

এরপর লিড বাড়িয়ে নেয়ার জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যায় আলোনসোর শিষ্যরা। কিন্তু ওসাসুনার রক্ষণদুর্গ ভাঙতে ব্যর্থ হয়ে তারা আর জালে বল জড়াতে পারেনি। শেষদিকে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার মিডফিল্ডার আবেল ব্রেতোনেস।

এরপর ১০ জনের দল নিয়ে ওসাসুনা আরও চার মিনিট খেললেও সুবিধা করতে পারেনি রিয়াল। ১-০ গোলের জয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়