শিরোনাম
◈ ইইউ বাজারে ১৭.৯% রপ্তানি প্রবৃদ্ধি, বাংলাদেশের আয় ১০.২৯ বিলিয়ন ইউরো ◈ গণঅভ্যুত্থান, শোকবার্তা ও সমালোচনার মুখে শাকিব খান: দিলেন স্পষ্ট ব্যাখ্যা ◈ ‘জুলাই সনদ’ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি ◈ চারদিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ‘মওলানা ভাসানী সেতু’: বদলে যাবে গাইবান্ধা-কুড়িগ্রামের অর্থনীতি ও যোগাযোগ ◈ টানা বৃষ্টিতে হ্রদের পানি বিপদসীমায়, আবারো খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট ◈ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল ◈ সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন ◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

২৮ ম্যাচে ১৮ হার! আরও চাপে পাকিস্তান ক্রিকেট, বেতন কাটার সম্ভাবনা বাবর-রিজওয়ানদের

স্পোর্টস ডেস্ক : চলতি বছর তিন ফরম্যাট মিলিয়ে ২৮টা ম্যাচ খেলেছে পাকিস্তান। জিতেছে মাত্র ১০টা। ১৮টা ম্যাচ হারতে হয়েছে। তিনটে টেস্টের মধ্যে একটা, ১১টা এক দিনের মধ্যে দুটো ও ১৪টা টি-টোয়েন্টির মধ্যে সাতটা জিতেছে তারা। এই খারাপ পারফরম্যান্সের জেরে শাস্তি পেতে পারেন পাক ক্রিকেটারেরা। বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানদের বেতন কাটা যেতে পারে। ---- আনন্দবাজার

এতদিন আইসিসি-র লভ্যাংশ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে টাকা পেত তার ৩ শতাংশ পেতেন ক্রিকেটারেরা। জানা গিয়েছে, খারাপ খেলায় সেই টাকা বন্ধ করে দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ, কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারেরা সেই টাকা আর পাবেন না। কেবল বোর্ড থেকে বেতন পাবেন তাঁরা।

দু’বছর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তৎকালীন চেয়ারম্যানের কাছে বেতন বাড়ানোর দাবি করেছিলেন পাকিস্তানের ক্রিকেটারেরা। বাধ্য হয়ে আইসিসি-র লভ্যাংশের ৩ শতাংশ তাদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এত দিন ক্রিকেটারেরা সেই টাকা পেতেন। কিন্তু এ বার তা বন্ধ হতে পারে।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমের রিপোর্টে এই কথা বলা হয়েছে। সেখানে পাক ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “এই মরসুমে সেই টাকা কাটা হবে না। কারণ, আইনি জটিলতা রয়েছে। ফলে এই মরসুমে ক্রিকেটারেরা সেই টাকা পাবেন। তবে এ বারই হয়তো শেষ। পরের বার থেকে আর সেই টাকা পাবেন না ক্রিকেটারেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়