শিরোনাম
◈ হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠক শুরু ◈ মিয়ানমারে তীব্র সংঘর্ষ: নাফ নদীর পাড়ে কয়েকশ রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশে বাধা ◈ গাজা সংকটে আলোচনার নতুন সূচনা: হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ◈ জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২টি মন্ত্রণালয় ও বিভাগ ◈ শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ ◈ চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব ◈ সিলেটে পাথরকাণ্ড: ডিসির পর এবার ইউএনওকে বদলি ◈ যে তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দিতে রাজি স্বাস্থ্য উপদেষ্টা ◈ ৫৫ বছরের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা বিমানের ◈ ভারত কি বাণিজ্য যুদ্ধ সামাল দিতে পারবে?

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ০৯:২৮ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের বোধানা শ্রীভানান্দান ১০ বছর বয়‌সে গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন

স্পোর্টস ডেস্ক : ১০ বছরের ব্রিটিশ কন্যা বোধানা শ্রীভানান্দান দাবায় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন। 
উত্তর-পশ্চিম লন্ডনের বোধানা লিভারপুলে ২০২৫ ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে পরাজিত করেন।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিদে) তথ্যমতে, ১০ বছর ৫ মাস ৩ দিনে এই সাফল্য পেয়ে বোধনা ভেঙে দিয়েছেন মার্কিন খেলোয়াড় ক্যারিসা ইয়িপের রেকর্ড, যিনি ২০১৯ সালে ১০ বছর ১১ মাস ২০ দিনে গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিলেন।

এই জয়ে বোধনা নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করেছেন, যা নারী গ্র্যান্ডমাস্টারের এক ধাপ নিচে। দাবায় সর্বোচ্চ খেতাব ‘গ্র্যান্ডমাস্টার’, যা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ ডোম্মারাজু এবং বিশ্ব এক নম্বর ম্যাগনাস কার্লসেনের মতো খেলোয়াড়দের রয়েছে।

এর আগে, ২০২৪ সালে এক সাক্ষাৎকারে বোধনার বাবা জানান, তাদের পরিবারে আগে কেউ দাবায় বিশেষ কৃতিত্ব অর্জন করেননি।

বোধনা জানান, কোভিড মহামারির সময় পাঁচ বছর বয়সে তিনি দাবা খেলা শুরু করেন। বাবার এক বন্ধু তাদের কিছু খেলনা ও বই উপহার দিয়েছিলেন। ‘একটি ব্যাগে দাবার বোর্ড দেখে গুটিগুলো আমার ভালো লাগে।

প্রথমে আমি গুটিগুলো খেলনা হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু বাবা বললেন, খেলার নিয়ম শিখে খেলতে পারি। আর তখন থেকেই খেলা শুরু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়