শিরোনাম
◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ ◈ মার্কিন পাল্টা শুল্কে চীনের হারানো বাজার দখলে নতুন উত্থানে বাংলাদেশের তৈরি পোশাক খাত ◈ জুলাই সনদ’কে সর্বোচ্চ আইনি মর্যাদা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চাইছে ঐকমত্য কমিশন ◈ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ◈ কেন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরা‌ষ্ট্রের মায়ামিতে বার্সেলোনার লিগ ম্যাচ আয়োজনের প্রস্তাবে রিয়াল মা‌দ্রিদের আপত্তি

স্পোর্টস ডেস্ক : চরম উ‌ত্তেজনা স্পে‌নের রিয়াল মা‌দ্রিদ ক্লা‌বে। তারা আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার লা লিগা ম্যাচ আয়োজনের প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে।

 ক্লাবটি সতর্ক করেছে, এই সিদ্ধান্ত ফুটবলের প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট করতে পারে। প্রস্তাবটি ঠেকাতে তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে। ---- অলআউট স্পোর্টস

গত সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আগামী ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচটি আয়োজনের অনুমোদন দেয়। এটি হলে প্রথমবারের মতো কোনো লা লিগা ম্যাচ দেশের বাইরে এবং ইউরোপের কোনো শীর্ষ লিগের ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এই প্রস্তাবের বিরোধিতা করে এক বিবৃতিতে রিয়াল জানায়, ইতোমধ্যে ক্লাবের তরফ থেকে ফিফা, উয়েফা ও স্পেনের উচ্চ ক্রীড়া পরিষদকে (সিএসডি) হস্তক্ষেপের অনুরোধ করা হয়েছে।

রিয়াল মাদ্রিদ তার সদস্য, সমর্থক ও সামগ্রিকভাবে ফুটবল সমর্থকদের কাছে এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা জানাতে চায়।”

রিয়ালের অভিযোগ, প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্লাবগুলোকে না জানিয়ে বা তাদের কোনো মতামত না নিয়েই আরএফইএফ এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, মায়ামিতে ম্যাচ আয়োজন করা হলে ‘হোম-অ্যান্ড-অ্যাওয়ে’ ফরম্যাটের আঞ্চলিক পারস্পরিকতার মূল নীতিকে লঙ্ঘন করবে।

স্প্যানিশ ফুটবলের সফলতম এই ক্লাবের দাবি, এই আয়োজন প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করবে এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অন্যায্য ক্রীড়া সুবিধা দেবে। এমন প্রস্তাব অনুমোদন পেলে তা ক্রীড়া সততার জন্য হুমকি হয়ে দাঁড়াবে এবং একটি অগ্রহণযোগ্য দৃষ্টান্ত তৈরি করবে বলে রিয়াল সতর্ক করেছে।

তবে এই পরিকল্পনা বাস্তবায়নের আগে উয়েফা, যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন, কনকাকাফ এবং শেষ পর্যন্ত ফিফার অনুমোদন লাগবে। এরপরই লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস তার দীর্ঘদিনের স্বপ্ন- স্প্যানিশ ফুটবলকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়