শিরোনাম
◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ ◈ মার্কিন পাল্টা শুল্কে চীনের হারানো বাজার দখলে নতুন উত্থানে বাংলাদেশের তৈরি পোশাক খাত ◈ জুলাই সনদ’কে সর্বোচ্চ আইনি মর্যাদা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চাইছে ঐকমত্য কমিশন ◈ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ◈ কেন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ১০:১৩ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সেনারা মারা যাচ্ছে, আর আমরা ক্রিকেট খেলবো?’ ভারত-পাকিস্তান ম্যাচের বিরোধিতায় সরব হরভজন সিং

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষাপটে অনেকেই সেই ম্যাচ বাতিলের দাবি তুলছেন। সেই তালিকায় নতুন সংযোজন হরভজন সিংহ। তাঁর স্পষ্ট কথা, যেখানে একের পর এক ভারতীয় সৈনিক মারা যাচ্ছেন, সেখানে কখনওই দু’দেশের ক্রিকেট ম্যাচ হতে পারে না।

 কিছু দিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে ভারতের দুটো ম্যাচই বাতিল হয়ে গিয়েছিল। ভারতীয় ক্রিকেটারেরা খেলতে চাননি। হরভজনের মতে, সেই একই কাজ করা উচিত এখনকার ভারতীয় দলের ক্রিকেটারদের।

টাইমস অফ ইন্ডিয়া’য় হরভজন বলেছেন, “ওদের বোঝা উচিত কোনটা দরকার আর কোনটা নয়। বিষয়টা এতটাই সহজ। আমাদের দেশের সৈনিকরা সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন, পরিবারের লোকেরা তাদের দিনের পর দিন দেখতে পান না, নিজেদের জীবন দিতেও পিছিয়ে আসেন না ওঁরা, অনেকেই বাড়ি ফেরেন না। ওঁরা যদি এত আত্মত্যাগ করতে পারেন তা হলে আমরা সামান্য একটা ক্রিকেট ম্যাচ ছেড়ে দিতে পারি না?

তিনি আরও বলেছেন, আমাদের সরকারেরও একই সিদ্ধান্ত। রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। সীমান্তে রোজ লড়াই হচ্ছে, দু’দেশের মধ্যে যুদ্ধের বাতাবরণ রয়েছে, তার পরেও আমরা ক্রিকেট খেলতে যাব, এটা হতে পারে না। যত দিন না এই বড় সমস্যাগুলো সমাধান হচ্ছে তত দিন ক্রিকেট খুবই ছোট একটা ব্যাপার।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, তা নিয়ে বহু দিন ধরেই দোলাচল ছিল। এই ম্যাচ না হলে বাতিল হয়ে যেতে পারত গোটা প্রতিযোগিতাই। ভারতীয় বোর্ড সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা ছেড়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকারের উপরেই। হরভজন যতই বলুন, সূচি যখন ঘোষণা হয়েছে তখন তাতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন রয়েছে বলেই মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়